হাটহাজারী (চট্টগ্রাম) সংবাদদাতাঃ
চট্টগ্রাম ৫ হাটহাজারী আসনের ১০৬টি ভোট কেন্দ্রের প্রশিক্ষণ শুরু হয়।
শনিবার (৩০ ডিসেম্বর) দুপুর ২টার দিকে শুরু হয়ে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত চলে হাটহাজারী সরকারি কলেজ ও পার্বতী সরকারি মডেল উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ১দিনের এ প্রশিক্ষণ।
এতে প্রায় ২৭৫০ জন প্রিসাইডিং অফিসার, সহকারী প্রিসাইডিং অফিসার এবং পোলিং অফিসার অংশ গ্রহণ করেন।
এবার এই আসনে হাটহাজারীর অংশের ১০৬টি ভোট কেন্দ্রের জন্য ১০৬ জন প্রিসাইডিং অফিসার, ৭৯৪টি ভোট কক্ষের জন্য ৭৯৪ জন সহকারী প্রিসাইডিং এবং ১৫৮৮ জন পোলিং অফিসার নিয়োগপ্রাপ্ত হয়েছেন বলে জানান হাটহাজারী নির্বাচন কর্মকর্তা পরান্টু চাকমা।
তিনি আরও বলেন, এই আসনের বায়েজিদ অংশের ৪০টি কেন্দ্র আছে তা সিটি কর্পোরেশনের আওতাধীন।
এই আসনে মোট ভোটার ৩ লাখ ৫১ হাজার ৫১৮ জন। তাদের মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৮২ হাজার ৪৮৭ জন এবং মহিলা ভোটার ১ লাখ ৬৯ হাজার ৩১ জন।
দাইয়ানুর রহমান (সম্পাদক) তাপস কুমার ঘোষ (প্রকাশক) শিমুল হোসেন, (নির্বাহী সম্পাদক) আজহারুল ইসলাম-বাবলু হোসেন ( নির্বাহী সম্পাদক)
অফিসঃ পশ্চিম শেওড়াপাড়া- ইকবল রোড বাসা নং- ৪১৬/৪ মিরপুর ঢাকা-১২১৬,
Email: Info@sumoyersonlap.com, taposhg588@gmail.com,shimul00252@gmail.com
01715522822, 01728.855627, 01710118632, 01709255325
https://www.sumoyersonlap.com
কপি করা নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ।