মোহাম্মদ সোলাইমান হাটহাজারী চট্টগ্রাম প্রতিনিধি আজ (১১ ডিসেম্বর) রোজ বুধবার চট্টগ্রাম আঞ্চলিক মহাসড়কের হাটহাজারী উপজেলাধীন মুনিয়ার পুকুরপাড় এলাকায় সিএনজি ও কাভার ভ্যানের মুখোমুখি সংঘর্ষে মোঃ শাহাদত হোসেন চৌধুরী নামে একজন সিএনজি ড্রাইভার ঘটনাস্থলে মৃত্যুবরণ করেন। সিএনজিতে থাকা বাকি যাত্রীদের মধ্যে দুইজন গুরুতর আহত হয়। স্থানীয় এলাকাবাসী তাদেরকে উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে ভর্তি করান। হাটহাজারী মডেল থানার পুলিশ সূত্রে জানা যায়, নিহত ব্যক্তির নাম শাহাদাত হোসেন চৌধুরী (৪০),পিতা মোঃ আজিজুল হক চৌধুরী, মাতা মোসাম্মৎ হোসনেয়ারা বেগম, গ্রাম: পশ্চিম ধলই, হাটহাজারী, চট্টগ্রাম। নিহত শাহাদাত হোসেন চৌধুরী দুই কন্যার জনক ছিলেন। তিনি পরিবারসহ মুনিয়া পুকুর পাড় এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন। নাজিরহাট হাইওয়ে থানার পুলিশের ওসি শাহাবুদ্দিন দৈনিক ভোরের বাণীকে জানান, ঘাতক কাভার ভ্যানটি আটক করা হয়েছে এবং দেশের প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে। হাটহাজারী মডেল থানার অফিসার ইনচার্জ আল মাহমুদ কাউসার জানান, নিহত শাহাদাতের লাশ আইনানুগ প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।জানা যায় গাড়িটা সিজল কোম্পানি গাড়ি
দাইয়ানুর রহমান (সম্পাদক) তাপস কুমার ঘোষ (প্রকাশক) শিমুল হোসেন, (নির্বাহী সম্পাদক) আজহারুল ইসলাম-বাবলু হোসেন ( নির্বাহী সম্পাদক)
অফিসঃ পশ্চিম শেওড়াপাড়া- ইকবল রোড বাসা নং- ৪১৬/৪ মিরপুর ঢাকা-১২১৬,
Email: Info@sumoyersonlap.com, taposhg588@gmail.com,shimul00252@gmail.com
01715522822, 01728.855627, 01710118632, 01709255325
https://www.sumoyersonlap.com
কপি করা নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ।