মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ০৯:৫৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
মুন্সীগঞ্জে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত  “সপ্ন জার, ফ্রিজ তার” স্লোগানে জুটিবদ্ধ কেয়া-পলক টঙ্গীবাড়ীতে পরকিয়া প্রেমিকের সাথে আপত্তিকর অবস্থায় প্রবাসীর স্ত্রী কে আটক মুন্সীগঞ্জে শ্রীনগরে ঐতিহ্যবাহী আড়িয়াল বিলের বৈচিত্র্য রক্ষায় চেকপোস্ট বসানোর ঘোষণা, মাটি কাটা বন্ধে উদ্যোগ। মুন্সীগঞ্জে বিক্রমপুর চাঁদের হাটের বাংলা নববর্ষ-১৪৩২ উদযাপন জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের মুন্সীগঞ্জ জেলা শাখার মাসিক  বৈঠক অনুষ্ঠিত। কালিগঞ্জে মৌতলা একতা যুব সংঘের উদ্যোগে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত মুন্সীগঞ্জে সিরাজদিখানে কবিরাজের বিরুদ্ধে সাংবাদিকের মিথ্যা মামলা দায়ের! গতকাল ব্রাসেলস প্রেসক্লাবে সাংবাদিক সন্মেলনে উপস্থিত ছিলেন, বজলুর রশীদ বুলু। মুন্সীগঞ্জে মাদক মামলার আসামীর ৫ বছরের কারাদণ্ড দিয়েছেন চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট

হাটহাজারী ওলামা পরিষদের কার্যকরী সভা অনুষ্ঠিত, ঘোষিত হলো ধারাবাহিক সালানা কর্মসূচি।

মোহাম্মদ আতিকুল্লাহ চৌধুরী, রাউজান চট্টগ্রামঃ
  • আপডেট সময় শুক্রবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৩
  • ৩১২ বার পঠিত

 

মোহাম্মদ আতিকুল্লাহ চৌধুরী চট্টগ্রাম প্রতিনিধিঃ

গতকাল ১৪ সেপ্টেম্বর বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় চট্টলার আলেমদের প্রতিনিধিত্বকারী সংগঠন “হাটহাজারী ওলামা পরিষদ” এর কার্যকরী পরিষদের এক জরুরী বৈঠক অনুষ্ঠিত হয়। হাটহাজারী ওলামা পরিষদের সম্মানিত সভাপতি, দারুল উলূম হাটহাজারীর সহকারী পরিচালক আল্লামা শোয়াইব জমিরীর সভাপতিত্বে ও ওলামা পরিষদের সাধারণ সম্পাদক মাওলানা মীর ইদরীস সাহেবের সঞ্চালনায় অনুষ্ঠিত কার্যকরী সভায় বছর ব্যাপী বেশকিছু কর্মসূচি ঘোষণা করা হয় এবং এসবের বাস্তবায়নে বিভিন্ন উপকমিটি গঠিত হয়। সভায় সর্বসম্মতিক্রমে গৃহীত কর্মসূচি ও উপকমিটিগুলো হলো,

১. হাটহাজারী উপজেলার সকল মসজিদে দারসুল কুরআন চালু করার উদ্দেশ্যে হাটহাজারী মাদরাসার সহকারী শিক্ষা পরিচালক ও সিনিয়র মুহাদ্দিস আল্লামা আহমদ দিদার কাসেমীকে আহ্বায়ক এবং মাওলানা ডঃ নূরুল আবছার আযহারীকে সচিব করে একটি উপকমিটি গঠন করা হয়।

২. হাটহাজারী উপজেলার প্রতিটি ইউনিয়নে কমিটি গঠন করার লক্ষ্যে সাংগঠনিক সম্পাদক মাওলানা হাবীবুল হক বিন খালেদকে প্রধান করে একটি
উপকমিটি গঠন করা হয়।

৩. হাটহাজারী উলামা পরিষদের উদ্যোগে ঐতিহাসিক খতমে নুবুওয়াত মহাসমাবেশ আয়োজনের সিদ্ধান্ত গৃহিত হয়। মহাসমাবেশ বাস্তবায়নের জন্য আল্লামা মুহাম্মাদ শোয়াইব জমিরীকে আহ্বায়ক ও মাওলানা মীর ইদরীস সাহেবকে সচিব করে একটি উপকমিটি গঠন করা হয়।

৪. বিবিধ আলোচনায় নেতৃবৃন্দ মানবাধিকার সংগঠন “অধিকার” এর প্রতিষ্ঠাতা জনাব আদিলুর রহমান ও জনাব নাছির উদ্দীন এলান-এর বিরুদ্ধে সাজার আদেশ ফর্মায়েশী বলে আশঙ্কা প্রকাশ করেন। নেতৃবৃন্দ আরো বলেন, এ রায়ের কারণে মানবাধিকার প্রশ্নে বাংলাদেশ বহির্বিশ্বের আরো বেশি চাপের মুখে পড়ার সম্ভাবনা রয়েছে। আল্লাহ মানবাধিকার নেতৃবৃন্দসহ সকল ওলামায়ে কেরামের দ্রুত মুক্তির ব্যবস্থা করুন, আমীন।

৫. চারিয়া মাদ্রাসার সাবেক মহাপরিচালক, ওলামা পরিষদের সহ সভাপতি মাওলানা আব্দুল্লাহ হারুন সাহেব রহমতুল্লাহি আলাইহির মাগফিরাতের জন্য বিশেষ দোয়ার মাধ্যমে উক্ত বৈঠকের সমাপ্তি ঘোষণা করা হয়।

এতে আরো উপস্থিত ছিলেন- মুফতী মুহাম্মাদ আলী কাসেমী, মাওলানা আহমদ দিদার কাসেমী, মাওলানা ওসমান সাঈদী, মাওলানা জাফর আহমদ, মাওলানা নাছির উদ্দীন মুনীর, মাওলানা মীর ইদরীস নদভী, মাওলানা জাকারিয়া নোমান ফয়জী, মাওলানা জাহাঙ্গীর আলম মেহেদী, মাওলানা মুফতী শিহাব উদ্দীন, মাওলানা মাহমুদ হোসাইন, মাওলানা ডঃ নূরুল আবছার আজহারী, মাওলানা শোয়াইব বিন ইয়াহইয়া, মাওলানা আলী আকবর, মাওলানা হাবীবুল হক বাবু, মাওলানা কামরুল ইসলাম, মাওলানা এমরান সিকদার, মাওলানা মুহাম্মাদ আসাদ উল্লাহ, মাওলানা জুনায়েদ বিন ইয়াহইয়া, মাওলানা হাফেজ আব্দুল মাবুদ, মাওলানা হাফেজ আবু বকর, মাওলানা আনাছ জমিরী, মাওলানা আবুল হাশেম, মাওলানা মুহাম্মাদ ইকবাল, মাওলানা নিজাম সাইয়্যিদ, হাফেজ মাওলানা রিজওয়ান আরমান, মাওলানা মুহিউদ্দীন, মাওলানা হাফেজ শেখ খালেদ, মাওলানা মাসউদুর রহমান চৌধুরি, মাওলানা বশির জমিরী প্রমুখ।

সাংবাদ পড়ুন ও শেয়ার করুন

আরো জনপ্রিয় সংবাদ

© All rights reserved © 2022 Sumoyersonlap.com

Design & Development BY Hostitbd.Com

কপি করা নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ।