হাটহাজারী (চট্টগ্রাম) সংবাদদাতাঃ
চট্টগ্রামের হাটহাজারীতে গণপিটুনিতে এক চোরের মৃত্যু হয়েছে।শনিবার ভোরের দিকে পৌরসভার নুর মসজিদ এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত আসাদুজ্জামান রাহাত (২২) পৌরসভার ৪ নং ওয়ার্ডস্থ আলীপুর গ্রামের বদু মিয়া চৌধুরী বাড়ির বাসিন্দা। সে পেশাদার চোর ছিলে বলে জানিয়েছেন স্থানীয়রা।
জানা যায়, শনিবার ভোর রাত সাড়ে ৩টার দিকে পৌরসভার নুর মসজিদের পশ্চিম পাশের মাওলানা হাবিবুল্লাহর বাড়িতে চুরি করতে যায় রাহাত। সে সময় আশপাশের লোকজনের চিৎকারে স্থানীয়রা এসে তাকে ধরে গণপিটুনি দেয়। পরে মুমূর্ষু অবস্থায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
পুলিশ খবর পেয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে প্রেরণ করেছে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রশ্মি চাকমা জানান, গণপিটুনির শিকার একজনকে সকালে জরুরী বিভাগে আনা হয়েছিল। তবে এখানে আনার আগেই তার মৃত্যু হয়েছে।
হাটহাজারীর থানার উপ-পরিদর্শক মো. হাসান জানান, লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।
দাইয়ানুর রহমান (সম্পাদক) তাপস কুমার ঘোষ (প্রকাশক) শিমুল হোসেন, (নির্বাহী সম্পাদক) আজহারুল ইসলাম-বাবলু হোসেন ( নির্বাহী সম্পাদক)
অফিসঃ পশ্চিম শেওড়াপাড়া- ইকবল রোড বাসা নং- ৪১৬/৪ মিরপুর ঢাকা-১২১৬,
Email: Info@sumoyersonlap.com, taposhg588@gmail.com,shimul00252@gmail.com
01715522822, 01728.855627, 01710118632, 01709255325
https://www.sumoyersonlap.com
কপি করা নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ।