মোহাম্মদ সোলাইমান (হাটহাজারী চট্টগ্রাম)
চট্টগ্রামে হাটহাজারী উপজেলার সহকারী কমিশনার
,ভূমি এসি ল্যান্ড, অফিসের দুই কর্মচারীর গালাগাল
ও অপমান সইতে না পেরে এক বৃদ্ধের মৃত্যুর অভিযোগ উঠেছে। পেশায় দিনমজুর ওই বৃদ্ধের নাম
আবদুল মোনাফ( ৬২)।মোনাফের বাড়ি হাটহাজারী উপজেলার উত্তর ফতেয়াবাদ পশ্চিম খাগড়িয়া ছড়ারকূল এলাকায়। গত ২৩ সেপ্টেম্বর মোনাফ হার্ট
অ্যাটাকে মারা যান। গত আগস্টের প্রথম সাপ্তাহিক
এসি ল্যান্ড অফিসে তার সঙ্গে দুর্ব্যবহার ঘটনাটি ঘটে।
মোনাফের মেয়ে আইরিন আক্তার অভিযোগ বিজয় নন্দন বড়ুয়া এবং নিউ নিউটন বড়ুয়া নামে দুই কর্মচারী গালাগাল ও অপমানের সইতে না পেরে তার বাবা মারা
গেছেন। আইরিন জানান তার প্রয়াত সৎ মা নুর বেগমের পৈতৃক পাওয়া কিছু জমি হাটহাজারী উপজেলা এসি ল্যান্ড অফিসের অসাধু কর্মকর্তা কর্মচারীর যোগসাজশে জসিম উদ্দিন নামে এক ব্যক্তি
পৃথক নামজারি খতিয়ান (২৬৫৭ ও ২৮৯১)করে নেন
জমাভাগ মামলা নাম্বার যথাক্রমে গ-২৩৯/১১ এবং গ-
২৪৯/১২ জমির পরিমান ০০৩০০ শতাংশে।
উক্ত জমি ২০১৭ সালে উন্নয়ন প্রকল্পের জন্য অধি গ্রহণ করে সরকার। উক্ত খতিয়ান দুটি বাতিলের জন্য
২০১৯ সালের ডিসেম্বর মাসে এসি ল্যান্ড বরাবর আবেদন করেন তার বাবা আবদুল মোনাফ ও বড় বোন মিনু আক্তার। তিন বছরের বেশি সময় ধরে
এসি ল্যান্ড অফিসে ঘুরেলেও সেই খতিয়ান বাতিল
না করে উল্টো তাদের আবেদনটি খারিজ করে দেন
এসি ল্যান্ড আবু রাহান। সাড়ে তিন বছরের মামলা
নিষ্পত্তি তো হয়নি অনৈতিক দাবি পূরণ না করায় এবং
জসিমের সাথে আতাত করে আবদুল মোনাফকে চরম হয়রানি করেন ভূমি অফিসের অফিস সহকারী বিজয় নন্দন বড়ুয়া।
দাইয়ানুর রহমান (সম্পাদক) তাপস কুমার ঘোষ (প্রকাশক) শিমুল হোসেন, (নির্বাহী সম্পাদক) আজহারুল ইসলাম-বাবলু হোসেন ( নির্বাহী সম্পাদক)
অফিসঃ পশ্চিম শেওড়াপাড়া- ইকবল রোড বাসা নং- ৪১৬/৪ মিরপুর ঢাকা-১২১৬,
Email: Info@sumoyersonlap.com, taposhg588@gmail.com,shimul00252@gmail.com
01715522822, 01728.855627, 01710118632, 01709255325
https://www.sumoyersonlap.com
কপি করা নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ।