জয়ন্ত সাহা যতন :
সুন্দর ঝকঝকে এবং স্পষ্ট হাতের লেখা প্রতিযোগীতায় রংপুর বিভাগীয় পর্যায়ে প্রথম স্থান অর্জন করেছে লালমনিরহাটের শিবরাম আদর্শ পাবলিক স্কুলের অষ্টম শ্রেণির শিক্ষার্থী মো. রাউফুল ইসলাম।
বৃহস্পতিবার (১৪ নভেম্বর) দুপুরে রংপুর বিভাগীয় কিন্ডারগার্টেন এসোসিয়েশন কর্তৃক আয়োজনে রংপুর সিটি মডেল পাবলিক স্কুল এন্ড কলেজে হাতের লেখা প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। এতে রংপুর বিভাগের অনেক শিক্ষার্থী অংশগ্রহণ করে।
এসোসিয়েশনটির মহাসচিব আমজাদ হোসেনের সাক্ষরিত ফলাফলে লালমনিরহাটের শিবরাম আদর্শ পাবলিক স্কুলকে প্রথম স্থান, দিনাজপুর শিশু কানন স্কুল ও কুড়িগ্রাম সেন্ট্রাল কলেজিয়েট স্কুলকে যৌথভাবে দ্বিতীয় স্থান এবং রংপুরের সৃজনশীল মডেল পাবলিক স্কুলকে ৩য় স্থান হিসেবে ঘোষণা করা হয়।
প্রথম স্থান অর্জন সম্পর্কে জানতে চাইলে শিবরাম আদর্শ পাবলিক স্কুলের প্রধান শিক্ষক আঞ্জুমানারা লতা গণমাধ্যমকে জানান, আমাদের প্রতিষ্ঠানের সকল শিক্ষকদের যৌথ প্রচেষ্টায় আজকের এ অর্জন। পড়াশোনার পাশাপাশি হাতের লেখাকে শিল্পের পর্যায়ে পৌঁছে নিয়ে যাওয়াই আমাদের মূল লক্ষ্য।
দাইয়ানুর রহমান (সম্পাদক) তাপস কুমার ঘোষ (প্রকাশক) শিমুল হোসেন, (নির্বাহী সম্পাদক) আজহারুল ইসলাম-বাবলু হোসেন ( নির্বাহী সম্পাদক)
অফিসঃ পশ্চিম শেওড়াপাড়া- ইকবল রোড বাসা নং- ৪১৬/৪ মিরপুর ঢাকা-১২১৬,
Email: Info@sumoyersonlap.com, taposhg588@gmail.com,shimul00252@gmail.com
01715522822, 01728.855627, 01710118632, 01709255325
https://www.sumoyersonlap.com
কপি করা নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ।