মোহাম্মদ আতিকুল্লাহ,চৌধুরী চট্টগ্রামঃ
চট্টগ্রাম হালিশহর থানার , ওমরগনি লেইন আই ব্লগ ১নং রোড়, হাউজিং এস্টেট মাঠ সংলগ্নে শুভ উদ্ভোদন হয়েছে জমাল ষ্টোর।
১৪ ই ফেব্রুয়ারী মঙ্গলবার (২৩) বিকাল ৫ঘটিকায় আলহাজ্ব মাওলানা আমিনুল, মাওলানা ইজহারুল হক ও স্থানীয় উলামায়ে কেরামদের মধ্যে দিয়ে
দোয়া অনুষ্টিত হয় পরে আলহাজ্ব মাওলানা আমিনুল হক এর মুনাজাতে মাধ্যমে শুভ উদ্ভোদন হয়েছে জামাল ষ্টোর।
উদ্বোধন কালে মোহাম্মদ জামাল উদ্দিন বলেন, সততাই আমার একমাত্র লক্ষ্য, এখানে মানুষের সুবিধার্থে যাবতীয় মুদির মালামাল পাইকারি ও খুচরা বিক্রয় করা হবে তাছাড়া ও রয়েছে কসমেটিকস এর পণ্যসামগ্রী সুলভ মূল্যে পাওয়া যাবে।
এই সময় উপস্থিত ছিলেন ঃ কাতার প্রবাসী মাওলানা মামুন রশিদ, কাতার প্রবাসী মিজানুর রহমান, কাতার প্রবাসী হারুন রশিদ, ডুবাই প্রবাসী হাফেজ নুর উদ্দীন,
আরো উপস্থিত ছিলেন ঃআইডিয়াল শিল্পী গোষ্ঠীর পরিচালক হাফেজ রাশেদ আশরাফ,আইডিয়াল শিল্পী গোষ্ঠীর কিশোর শিল্পী হাফেজ তাহসিন সাবের, ও মাওলানা শিহাব উদ্দিন, অন্যান্য এর মধ্যে উপস্থিত ছিলেন ঃমাওলানা ওমর ফারুক কদলপুরী, মোহাম্মদ সিরাজ, বদরুদ্দৌজা চৌধুরী, হারুন, ফরহাদ, তাসফিয়া, ব্যাবসায়ী জেবল হোসাইন,জাহেদ সহ গণ্যমান্য ব্যাক্তিবর্গ গণ উপস্থিত ছিলেন।