সময়ের সংলাপঃ-
হাসিখুশি থাকতে ভালো
বাসে নাকি সবাই,
এমন খবর এনে দিলো
সাফিন সামি সোনাই।
খিলখিলিয়ে হাসির বাতাস
সুড়সুঁড়ি দেয় গায়,
কাতুকুতু ছাড়াই নাকি
শুধু হাসি পায়।
গোমড়া মুখে থাকেনা কেউ
মুখে শুধু হাসাহাসি,
হাসতে হাসতে বলছে মোরা
হাসির পিসি মাসি।
কেউ যদিনা হাসতে জানো
মোদের বাড়ি এসো,
হাসি হাসি ডেনো রাশি রাশি
সব হাসিতে মেশো।
হাসি খুশির দাওয়াই এমন
মনের মাঝে সুখ,
হাসতে যদি জানো তবে
থাকবে না আর দুঃখ।