প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ৩১, ২০২৪, ৫:২২ পি.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ৬, ২০২৪, ১:১৭ পি.এম
হিরার গয়না কেনার সময় আসল নাকি নকল বুঝবেন যেভাবে
হিরা বা ডায়মন্ডের গয়না পরতে কে না ভালবাসেন। বিভিন্ন পাথরের মধ্যে হিরে হল কঠিনতম। হিরাকে সহজে কাটা বা ভাঙা যায় না। একমাত্র আসল হিরাই অন্য হিরার খণ্ডকে কাটতে পারে।তবে হিরার গয়না কিনতে গেলে তো হিরা কেটে দেখা সম্ভব নয়। দাম দিয়ে হিরার গয়না কেনার পরে যদি জানতে পারেন তা আসল নয়, তাহলে আফসোস করা ছাড়া আর কোনো উপায় নেই।বর্তমানে হিরার গয়নার কদর বেড়েছে। এখন অনলাইন থেকেও অনেকে হিরার আংটি, নাকফুলসহ অনেক গয়না কিনছেন। সেক্ষেত্রে হিরার গয়নাগুলো আসল নাকি নকল তা বুঝে তবেই কিনুন। জেনে নিন কীভাবে পরীক্ষা করবেন-
পানি দিয়েও পরীক্ষা করা যায়
একটি কাচের গ্লাসে অর্ধেকের বেশি পানি নিন। এবার হিরার টুকরো ওই গ্লাসের মধ্যে দিয়ে দিন। যদি হিরা আসল হয়, তাহলে তা পানিতে ডুবে যাবে। অনেকেই বলেন, কাচ বা কোয়ার্টজের টুকরো হলো সেগুলো পানিতে ভেসে থাকে।বাড়িতে বসেই এই পরীক্ষা করে ফেলা যায়। প্রথমে হিরের গয়না বা হিরের টুকরোটিকে দুই আঙুলের মধ্যে ধরুন। তারপর ধোঁয়া উঠছে, এমন জায়গায় হাতটি নিয়ে যান।হিরা আসল হলে তার উপর থেকে তৎক্ষণিক ধোঁয়ার স্তর সরে যাবে। আর হিরা নকল হলে ধোঁয়া কয়েক সেকেন্ড থেকে যাবে।
এই পরীক্ষা করার জন্য প্রয়োজন একটি সাদা কাগজ ও একটি কলম। প্রথমে সাদা কাগজে ছোট্ট একটি বিন্দু আঁকুন। এবার হিরার সুচালো দিক উল্টো করে ওই বিন্দুর উপর বসিয়ে নিন।এবার ওই সুচালো দিক থেকে বিন্দুটি খোঁজার চেষ্টা করুন। হিরা আসল হলে সাদা কাগজে আঁকা বিন্দু খুঁজে পাওয়ার কথা নয়। আর বিন্দু দেখতে পেলে বুঝবেন সেটি আসল হিরা নয়।
দাইয়ানুর রহমান (সম্পাদক) তাপস কুমার ঘোষ (প্রকাশক) শিমুল হোসেন, (নির্বাহী সম্পাদক) আজহারুল ইসলাম-বাবলু হোসেন ( নির্বাহী সম্পাদক)
অফিসঃ পশ্চিম শেওড়াপাড়া- ইকবল রোড বাসা নং- ৪১৬/৪ মিরপুর ঢাকা-১২১৬,
Email: Info@sumoyersonlap.com, taposhg588@gmail.com,shimul00252@gmail.com
01715522822, 01728.855627, 01710118632, 01709255325
https://www.sumoyersonlap.com