মোহাঃ আতিকুল্লাহ চৌধুরী, চট্টগ্রাম প্রতিনিধিঃ
চট্টগ্রাম জেলার ঐতিহ্যবাহী সামাজিক ও মানবিক সংগঠন রেজা মামব কল্যান ফাউন্ডেশন এর পক্ষ থেকে ১লা মে শ্রমিক দিবস উপলক্ষে নগরীর সি এন্ড বি র মোড়ে তীব্র গরম ও প্রচন্ড তাপদাহে তৃষ্ণার্ত পথচারীদের মাঝে বোতলজাত পানি, ওরস্যালাইন ও গামছা বিতরণ করা হয়েছে।
জানাযায়, রেজা মানব কল্যাণ ফাউন্ডেশন এর সভাপতি আরিফ ইসলাম এর জন্মদিন উপলক্ষে এমন উদ্দ্যেগ গ্রহণ করেছেন বলে।
বুধবার (১লা মে ) সকাল ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত সকল পেশার মানুষের মাঝে বোতলজাত পানি, ওরস্যালাইন ও গামছা
বিতরণ করা হয়। সংগঠনের এই প্রশংসনীয় উদ্যোগকে স্বাগত জানান সর্বস্তরের মানুষ।
বোতলজাত পানি, ওরস্যালাইন ও গামছা পেয়ে পথচারী সহ বিভিন্ন পেশার মানুষরা বলছেন, গামছা আমাদের উপকারে আসবে এবং ওরস্যালাইন শরীরের জন্য উপকার হচ্ছে। এটা খুব ভালো উদ্যোগ। সারা দিন তীব্র রোদে খুব কষ্ট হয়। সারা দিনই পানি খেতে হয়। কিন্তু কীভাবে খাব পানি সামান্য ৫০০মিলি পানির দাম ২০টাকা আর ১টা ওরস্যালাইন ৬টাকা যা আমাদের জন্য সম্ভব না। আপনারা এই উদ্দ্যেগ টা নিয়ে খুব ভালো হয়েছে আমাদের উপকারে আসছেন ।
এই সময় অতিথি গিয়াস উদ্দিন বলেন, আসুন মানুষ হয়ে বাচিঁ, মানুষের জন্য বাঁচি,শুধু মাএ আজকের দিনের জন্য নয় ৩৬৫দিন যারা শ্রমজীবি মানুষ আছে তারা আমাদের পাশে থাকবে আমরা তাদের পাশে থাকব, আমরা নিজেরাও শ্রমজীবী মানুষ, আমরা চাই একটা বৈশম্মত সেটা দূর হোক, সম্প্রীতির বাংলাদেশ হোক, ভালোবাসার বাংলাদেশ হোক, যার যে অধিকার সেই অধিকার ফিরিয়ে দিতে চাই, যার যে নায্য পাওনা সেই পাওনা ফিরিয়ে দিতে চাই,
এতে উপদেষ্টা গিয়াস উদ্দিন সেলিম বলেন, মানবিক কাজ গুলো করতে সবারই ভালো লাগে, সেই হিসেবে আমার ও ভালো লাগে, এই করা রোদে একজন রিকশা ওয়ালা র পাশে দাড়িয়ে ওনাদের হাতে যে পানির বোতল তুলে দিতে পারতেছি আসলে খুব ভালো লাগছে
সভাপতি আরিফ ইসলাম বলেন, আমরা শ্রমিক বলতে সবাই কে শ্রমিক মনে করি, যারা ব্যাংকে চাকরি করি তারাও শ্রমিক, যারা গার্মেন্টস চাকরি করে তারাও শ্রমিক, আসলে আমার শুধু পহেলা মে শ্রমিক দিবস মনে না করে আমরা ৩৬৫ দিনই যে কোন উৎসবে ওনাদের কে আমাদের মনে করতে পারি, তাছাড়া শ্রমিকদের নিয়ে আরো বিভিন্ন বিষয় তুলে ধরেন।
রেজা মানব কল্যাণ ফাউন্ডেশন প্রতিষ্ঠাতা লগ্ন থেকে শুর করে এই পর্যন্ত সামাজিক ও মানবিক কাজে বিষেশ অবদান রাখছেন।
এই সময় উপস্থিত ছিলেন রেজা মানব কল্যাণ ফাউন্ডেশন এর উপদেষ্টা মোঃ জয়নাল
আবেদীন, উপদেষ্টা মোঃ গিয়াস সেলিম, উপদেষ্টা মোঃ গিয়াস উদ্দিন, সভাপতি মোঃ আরিফুর ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ শেফাত হোসাইন
প্রচার সম্পাদক মোঃ সরোয়ার আলম,
ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ মুফাসেল জিসান,
মানবতার কল্যাণে আমরা এর সভাপতি জুবাইর হেসেন, সাংবাদিক আতিক উল্লাহ প্রমুখ
দাইয়ানুর রহমান (সম্পাদক) তাপস কুমার ঘোষ (প্রকাশক) শিমুল হোসেন, (নির্বাহী সম্পাদক) আজহারুল ইসলাম-বাবলু হোসেন ( নির্বাহী সম্পাদক)
অফিসঃ পশ্চিম শেওড়াপাড়া- ইকবল রোড বাসা নং- ৪১৬/৪ মিরপুর ঢাকা-১২১৬,
Email: Info@sumoyersonlap.com, taposhg588@gmail.com,shimul00252@gmail.com
01715522822, 01728.855627, 01710118632, 01709255325
কপি করা নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ।