মোহাম্মদ আতিকুল্লাহ চৌধুরী,রাউজান প্রতিনিধি: রাউজান হলদিয়া হযরত এয়াছিন শাহ কলেজের শিক্ষার্থী ফাহিম উদ্দিন গত ২৩ সেপ্টেম্বর বিকেলে ঘর থেকে বের হওয়ার পর আর ফিরে আসেনি, তার বাবা আবদুল মান্নান সিকদার পরদিন বিষয়টি স্থানীয় পুলিশ ফাঁড়িকে জানান।
এরমধ্যে তার পরিবার আত্মীয়স্বজনের বাড়িসহ সম্ভাব্য সব জায়গায় তার সন্ধান চালায়। ছেলের সন্ধানে উদ্বিগ্ন আবদুল মান্নান পরে ঘটনাটি জানান ইউনিয়ন চেয়ারম্যান শফিকুল ইসলামকে।
এর আগে অপহরণকারী পরিচয় দিয়ে মোবাইল নম্বর ০১৮১০৭৫৯৯৭৮ থেকে ফাহিমকে ছেড়ে দেয়ার শর্তে তার বাবার কাছে মুক্তিপণ দাবি করে। চেয়ারম্যান ঘটনা শুনে নিজের পরিচয় গোপন করে ফাহিমের চাচা পরিচয় দিয়ে ওই নম্বরে কথা বলেন অপহরণকারী পরিচয় দেয়া এক ব্যক্তির সঙ্গে। তখন চেয়ারম্যানের কাছে তারা ফাহিমকে ছেড়ে দেয়ার শর্তে এক লাখ টাকা দাবি করে টাকা বিকাশ করতে বলে। বিষয়টি জানতে চাইলে তিনি বলেন, আমি ছেলেটি উদ্ধার করতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সকলের সহায়তা কামনা করেছি। এখন তারা চেষ্টা করছেন।
এ ব্যাপারে জানতে যোগাযোগ করলে রাউজান থানার সেকেন্ড অফিসার এসআই অজয় দেব শীল বলেন, এই ঘটনা তিনি শুনেননি। এই বিষয়ে থানায় কেউ অভিযোগ নিয়েও আসেনি। তবে খোঁজ নিয়ে দেখা হচ্ছে।
নিখোঁজ ফাহিম উপজেলার হলদিয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের এয়াছিন নগর এলাকার জিন্নাত আলী দর্জির বাড়ির কৃষিজীবী আবদুল মন্নানের পুত্র ও হজরত এয়াছিন শাহ কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী
দাইয়ানুর রহমান (সম্পাদক) তাপস কুমার ঘোষ (প্রকাশক) শিমুল হোসেন, (নির্বাহী সম্পাদক) আজহারুল ইসলাম-বাবলু হোসেন ( নির্বাহী সম্পাদক)
অফিসঃ পশ্চিম শেওড়াপাড়া- ইকবল রোড বাসা নং- ৪১৬/৪ মিরপুর ঢাকা-১২১৬,
Email: Info@sumoyersonlap.com, taposhg588@gmail.com,shimul00252@gmail.com
01715522822, 01728.855627, 01710118632, 01709255325
https://www.sumoyersonlap.com
কপি করা নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ।