মোঃ শফিকুল ইসলাম, স্টাফ রিপোর্টারঃ
মহান মুক্তিযুদ্ধের সংগঠক, সাবেক গণপরিষদ সদস্য, বঙ্গবন্ধুর রাজনৈতিক সহোচর বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক মরুহুম আবদুল্লাহ সোহরাওয়ার্দীর কনিষ্ঠ পুত্র
রংপুর জেলা ছাত্রলীগের সাবেক সফল সভাপতি ও মহানগর আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক বর্তমান রাজারহাট উপজেলা পরিষদের সুযোগ্য চেয়ারম্যান জনাব জাহিদ ইকবাল সোহরাওয়ার্দী বাপ্পী বলেন ,শেখ মুজিবুর রহমান তার কর্মময় সংগ্রামী জীবনে গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় লড়াই করেছেন। ক্ষুধা ও দারিদ্র্যের বিরুদ্ধে সংগ্রাম করেছেন আজীবন। দুর্নীতি, দুঃশাসন আর জুলুম-নির্যাতনের বিরুদ্ধে আপসহীন লড়াই করতে জাতির জনক শেখ মুজিবুর রহমান আজীবন উৎসাহ ও অনুপ্রেরণা যোগাবে।
১৫ আগষ্টের শোকাবহ এই দিনে আমাদের অঙ্গীকার- ক্ষুধামুক্ত, দারিদ্র্যমুক্ত, দুর্নীতিমুক্ত এবং বৈষম্যহীন, অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণের মাধ্যমে আমরা আগামীর স্মার্ট বাংলাদেশ গড়ে তুলবো।
পরিশেষে আমি এই শোকাবহ ১৫ আগস্টে প্রয়াত রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাচ্ছি। একই সাথে ১৯৭৫-এর ১৫ আগস্ট সকল শহীদদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন তিনি।