উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ
জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৪ উপলক্ষে উপজেলা পর্যায়ে ২য় বারের মত শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান (স্কুল) নির্বাচিত হয়েছেন মোঃ আমজাদ হোসেন। তিনি উল্লাপাড়া উপজেলার ফলিয়া উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করে আসছেন।
তিনি এই স্কুলে ২০০২ সাল থেকে ২০১৩ সাল পর্যন্ত সহকারী শিক্ষক, ২০১৪ সাল থেকে ২০১৯ সাল পর্যন্ত সহকারী প্রধান শিক্ষক এবং ২০২০ সাল থেকে অদ্যবধি পর্যন্ত প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি ২০২৩ সালেও উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান নির্বাচিত হয়েছিলেন।
তিনি দায়িত্ব পালনকালীন সময়ে প্রতিষ্ঠানের একাডেমিক, প্রশাসনিক, অবকাঠামোসহ, শিক্ষার মান উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। প্রত্যন্ত অঞ্চলের এই শিক্ষা প্রতিষ্ঠানটি সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলার মধ্যে ব্যাপক পরিচিতি লাভ করেছে। প্রধান শিক্ষক হিসেবে উপজেলার মধ্যে তার রয়েছে বেশ সুনাম ও পরিচিতি। তিনি বিভিন্ন সামাজিক সংগঠনের সাথেও জড়িত রয়েছেন। উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান নির্বাচিত হবার বিষয়টি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার মোসলেম উদ্দিন নিশ্চিত করেছেন।