প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২৩, ২০২৪, ৫:৫৩ এ.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ২১, ২০২২, ৯:৫৩ পি.এম
২১শে আগস্ট গ্রেনেড হামলার প্রতিবাদে সুন্দরগঞ্জে আওয়ামী লীগের বিক্ষোভ সমাবেশ
২১শে আগস্ট গ্রেনেড হামলার প্রতিবাদে সুন্দরগঞ্জে আওয়ামী লীগের বিক্ষোভ সমাবেশ
জয়ন্ত সাহা যতন,স্টাফ রিপোর্টারঃ ২০০৪ সালের ২১ আগস্ট গ্রেনেড হামলার প্রতিবাদে গাইবান্ধার সুন্দরগঞ্জে বিক্ষোভ সমাবেশ ও প্রতিবাদ সভা করেছে উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠন।
রবিবার (২১শে আগস্ট) বিকাল ৫ টায় উপজেলার বামনডাঙ্গা ইউনিয়ন আওয়ামীলীগের দলীয় কার্যালয়ের সামন থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে বামনডাঙ্গা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে আওয়ামী লীগ কার্যালয় গিয়ে বিশেষ দোয়া ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
প্রতিবাদ সভায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি মিসেস আফরুজা বারী'র সভাপতিত্বে এবং উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আশরাফুল আলম সরকার লেবুর সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান শফিউল আলম, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আলমগীর কবির হান্নান, উপজেলা আওয়ামীলীগের যুগ্ন - সাধারণ সম্পাদক, গোলাম কবির মুকুল, রেজাউল আলম রেজা, সাংগঠনিক সম্পাদক মেহেদী মোস্তফা মাসুদ, সহ-সাংগঠনিক সম্পাদক হাফিজা বেগম কাকলী, পৌর আওয়ামীলীগের সভাপতি আহসানুল করিম চাঁন, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সরকার, উপজেলা আওয়ামী যুবলীগের ভারপ্রাপ্ত আহবায়ক মিজানুর রহমান লিঠু, উপজেলা সেচ্ছাসেবক লীগের যুগ্ন আহবায়ক আব্দুল্লাহ আল মেহেদী রাসেল, উপজেলা শ্রমিক লীগের সভাপতি গণেশ চন্দ্র শীল, উপজেলা ছাত্রলীগের সাবেক আহবায়ক রুহুল আমিন, যুগ্ন আহবায়ক রতন মিয়া, সুমন মিয়া, জুয়েল রানা জিকো প্রমূখ। এসময় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ স্বেচ্ছাসেবকলীগ, শ্রমিকলীগ ও কৃষকলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এ সময় বক্তারা ২০০৪ সালের ২১ শে আগস্ট তৎকালীন বিরোধী দলীয় নেত্রী ও বর্তমান প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা উপর নৃশংস গ্রেনেড হামলা ও আইভি রহমানসহ নিহত সকলের হত্যাকারীদের ফাঁসির রায় দ্রুত কার্যকরের দাবি জানান।
উল্লেখ্য, ১৭ বছর আগে এই দিনে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে তৎকালীন বিরোধীদলীয় নেতা শেখ হাসিনার সমাবেশে তৎকালীন বিএনপি-জামায়াত জোট সরকারের প্রতক্ষ্য মদদে গ্রেনেড হামলা চালানো হয়। হামলায় নিহত হন আওয়ামী লীগের মহিলাবিষয়ক সম্পাদক আইভি রহমানসহ ২৪ জন। আহত হন শেখ হাসিনাসহ পাঁচ শতাধিক নেতা-কর্মী। মানুষের আর্তনাদ আর কাতর ছোটাছুটিতে তৈরি হয় এক বিভীষিকা। গোটা দেশ স্তব্ধ হয়ে পড়ে ওই হামলায়। আজ সেই ২১ আগস্ট, নৃশংস হত্যাযজ্ঞের ভয়াল বিভীষিকাময় দিন।
দাইয়ানুর রহমান (সম্পাদক) তাপস কুমার ঘোষ (প্রকাশক) শিমুল হোসেন, (নির্বাহী সম্পাদক) আজহারুল ইসলাম-বাবলু হোসেন ( নির্বাহী সম্পাদক)
অফিসঃ পশ্চিম শেওড়াপাড়া- ইকবল রোড বাসা নং- ৪১৬/৪ মিরপুর ঢাকা-১২১৬,
Email: Info@sumoyersonlap.com, taposhg588@gmail.com,shimul00252@gmail.com
01715522822, 01728.855627, 01710118632, 01709255325
https://www.sumoyersonlap.com