ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ জনাব চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বিপিএম (বার), পিপিএম আজ বুধবার (০১.১১.২৩) সকালে গত ২৮ অক্টোবর বিএনপি নেতাকর্মীদের হামলায় গুরুতর আহত পুলিশ সদস্যদের দেখতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যান। তিনি তাদের শয্যাপাশে অবস্থান করে কর্তব্যরত চিকিৎসকদের কাছে থেকে চিকিৎসার খোঁজখবর নেন।
আহত পুলিশ সদস্যদের সর্বোচ্চ চিকিৎসা সেবা দেয়া হচ্ছে বলে চিকিৎসকরা আইজিপি মহোদয়কে অবহিত করেন। আন্তরিকতার সাথে চিকিৎসা সেবা দেয়ার জন্য তিনি চিকিৎসকদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
আইজিপি একই দিনে বিএনপি নেতাকর্মীদের হাতে আহত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আনসার সদস্যেরও চিকিৎসার খোঁজখবর নেন।
এ সময় অতিরিক্ত আইজিপি আবু হাসান মুহম্মদ তারিক বিপিএম, ডিএমপি কমিশনার হাবিবুর রহমান বিপিএম (বার), পিপিএম (বার), ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নাজমুল হক, ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন) এ কে এম হাফিজ আক্তার বিপিএম (বার), অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস্) ড. খঃ মহিদ উদ্দিন বিপিএম-বার, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মোঃ মুনিবুর রহমান, ডিআইজি (ফাইন্যান্স) এস এম মোস্তাক আহমেদ খানসহ বিভিন্ন পদমর্যাদার পুলিশ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
দাইয়ানুর রহমান (সম্পাদক) তাপস কুমার ঘোষ (প্রকাশক) শিমুল হোসেন, (নির্বাহী সম্পাদক) আজহারুল ইসলাম-বাবলু হোসেন ( নির্বাহী সম্পাদক)
অফিসঃ পশ্চিম শেওড়াপাড়া- ইকবল রোড বাসা নং- ৪১৬/৪ মিরপুর ঢাকা-১২১৬,
Email: Info@sumoyersonlap.com, taposhg588@gmail.com,shimul00252@gmail.com
01715522822, 01728.855627, 01710118632, 01709255325
https://www.sumoyersonlap.com
কপি করা নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ।