নিজস্ব প্রতিনিধি ঃ আলহাজ্ব মোঃ মিজানুর রহমান চৌধুরী।
৩২ তম এশিয়া প্যাসিফিক ও ১১ তম জাতীয় স্কাউট জাম্বুরী ২০২৩ গাজীপুর । অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অনেক সন্মানীত স্যার ও ম্যাডাম এবং বিভিন্ন জেলা স্কাউট ছাত্র ও ছাত্রী।
সু পরিচিত ম্যাডাম বাংলাদেশ নেভী স্কুল হেড মাষ্টার শাহানাজ বেগম , বি-বাড়ীয়া জেলার ছাত্রী , ইশা , মিমি , প্রিতি, তাসরিন , মৌমিতা , আরোগী , ইসরাত জাহান মাহমুদা, মোঃ আরাফাত হোসেন , লক্ষীপুর জেলা, নোয়াখালী জেলা, ফেনী জেলা, চট্টগ্রাম জেলা, কুমিল্লা জেলা, চাঁদপুর জেলা, সুনামগঞ্জ জেলা, সিলেট জেলা, বরিশাল জেলা, ঢাকাজেলা, খুলনা জেলা, সহ বাংলাদেশের প্রায় প্রতিটি জেলা এবং বিদাশীরা উপস্থিত ছিলো। সবাইর সাফল্য কামনা।