প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২৪, ২০২৪, ৯:৪৫ এ.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ১১, ২০২৩, ৭:০৭ পি.এম
৩৫বছর ধরে প্রবাসীদের বিনামূল্যে খাবার প্রদানকারীর মৃত্যু
আব্দুল্লাহ আল মামুন, আন্তর্জাতিক প্রতিবেদক:
সৌদিআরবের এক বেদুইন,যিনি বছরের পর বছর ধরে তাবুক শহরে বিভিন্ন দেশের প্রবাসী শ্রমিকদের বিনামূল্যে সকালবেলার নাস্তা দিতেন। এই মহৎ কাজে তার স্ত্রীরা তাকে প্রতিদিন সহযোগিতা করে আসছিলেন, সকালে রুটি ও কফি তৈরি করে বিনামূল্যে প্রবাসীদের মাঝে বিতরণ করে আসছেন দীর্ঘ ৩৫ বছর যাবত । দানশীল এই মহৎ ব্যক্তি সৌদি নাগরিক হামুদ আল-আতাভি,যার নেশা ছিল অতিথিদের সম্মান ও আপ্যায়ন করা এবং বিভিন্ন দেশ থেকে আগত প্রবাসী শ্রমিকদের সম্পূর্ণ বিনামূল্যে সকালের নাস্তার খাবার সরবরাহ করতেন, বিশেষ করে যারা তাবুক অঞ্চলে কর্মরত রয়েছেন ।
গতকাল এই সম্মানিত ব্যক্তির স্বাভাবিক মৃত্যু হয়,এতে করে তাবুক শহরের বাসিন্দারা তাকে হারিয়ে শোক প্রকাশ করেন। জানা যায়, আল-আতাভি তার নিজ শহর তাবুকের পূর্বে, আল-মুয়াদাম গ্রাম থেকে ফিরে আসার পর তার স্বাভাবিক মৃত্যু হয় ।তারপরে তাকে তাবুকের কবরস্থানে দাফন করা হয়,এতে করে শোকার্ত এলাকাবাসী ও প্রবাসীদের মাঝে শোকের ছায়া নেমে আসে।
মৃত হামুদ আল-আতাভি এর ঘনিষ্ঠদের মধ্যে একজন উল্লেখ করেছেন যে তার সন্তানরা তার উদারতা উত্তরাধিকারসূত্রে পেয়েছেন এবং এখনও সেই একই জায়গায় পিতার করে যাওয়া কাজ বিনামূল্যে খাবার বিতরণ করতে সেখানে বসেছেন।
দাইয়ানুর রহমান (সম্পাদক) তাপস কুমার ঘোষ (প্রকাশক) শিমুল হোসেন, (নির্বাহী সম্পাদক) আজহারুল ইসলাম-বাবলু হোসেন ( নির্বাহী সম্পাদক)
অফিসঃ পশ্চিম শেওড়াপাড়া- ইকবল রোড বাসা নং- ৪১৬/৪ মিরপুর ঢাকা-১২১৬,
Email: Info@sumoyersonlap.com, taposhg588@gmail.com,shimul00252@gmail.com
01715522822, 01728.855627, 01710118632, 01709255325
https://www.sumoyersonlap.com