উত্তম চক্রবর্তী,মণিরামপুরঃ
বাংলাদেশ স্কাউটস মণিরামপুর উপজেলা যশোরের আয়োজনে (১৮-২১মার্চ) ৪দিন ব্যাপি উপজেলা কাব ক্যাম্পুরি গোপালপুর স্কুল এন্ড কলেজ এর মাঠে অনুষ্ঠিত হয়েছে। উদ্বোধনী ও সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও যশোর-৫ আসনের সংসদ সদস্য স্বপন ভট্টাচার্য্য। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আঞ্চলিক পরিচালক ও সম্পাদক খুলনা অঞ্চল খুলনা মো: আবুল খায়ের, কমিশনার যশোর জেলা স্কাউটস মো: আব্দুর রহমান খান, যশোর জেলা স্কাউটস সম্পাদক শীতল মিত্র, যশোর জেলা স্কাউটস কোষাধ্যক্ষ মো: মোখলেছুর রহমান। উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা স্কাউটস সভাপতি জাকির হোসেন। সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা স্কাউটস সম্পাদক ও গোপালপুর স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো: রেজাউল করিম। ৪দিন ব্যাপি এ ক্যাম্পুরিতে উপজেলার ৩০টি প্রাথমিক বিদ্যালয়ের ৬জন করে কাব শিশু ও ১জন করে কাব লিডার এবং ১২জন কর্মকর্তাসহ উপজেলা স্কাউটস মণিরামপুরের সকল নেতৃবৃন্দ পর্যায়ক্রমে উপস্থিত ছিলেন। সমাপনী অনুষ্ঠানে সকল কাব শিশু ও কাব লিডারদের ব্যক্তিগত সনদ এবং প্রত্যেক প্রতিষ্ঠানকে একটি করে ক্রেস্ট প্রদান করা হয়।
দাইয়ানুর রহমান (সম্পাদক) তাপস কুমার ঘোষ (প্রকাশক) শিমুল হোসেন, (নির্বাহী সম্পাদক) আজহারুল ইসলাম-বাবলু হোসেন ( নির্বাহী সম্পাদক)
অফিসঃ পশ্চিম শেওড়াপাড়া- ইকবল রোড বাসা নং- ৪১৬/৪ মিরপুর ঢাকা-১২১৬,
Email: Info@sumoyersonlap.com, taposhg588@gmail.com,shimul00252@gmail.com
01715522822, 01728.855627, 01710118632, 01709255325
https://www.sumoyersonlap.com
কপি করা নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ।