শামছুল আলম আখঞ্জী তাহিরপুর (সুনামগঞ্জ) সংবাদদাতাঃ
মেঘালয়ের সীমান্ত ঘেঁষা, শহীদ সিরাজের রক্তে ভেজা মাটি, স্বাধীনতার মহা নায়ক জাতির পিতা শেখ মুজিবুর রহমান এর ডাকে সাড়া দিয়ে মুক্তি বাহিনী শক্ত হাতে করেছিল ঘাঁটি” ট্যাকের ঘাট সাব সেক্টর নামক স্থানে যথারীতি অনুসরণের মধ্যে দিয়ে জাতীয় শোক দিবসে
বঙ্গবন্ধুর অস্থায়ী প্রতিকৃতিতে বিনম্র শ্রদ্ধায় পুষ্পস্তবক অঞ্জলি জানিয়েছেন তাহিরপুর উপজেলার বীরমুক্তিযোদ্ধা গন।
আজ মঙ্গলবার (১৫ই আগষ্ট) সকাল ১১টার সময় উপজেলা উত্তর শ্রীপুর ইউনিয়ন ট্যাকেরঘাট মুক্তিযোদ্ধা সংসদ ইউনিট এর অফিসে, সকল বীর মুক্তিযোদ্ধা ও পরিবারবর্গের আয়োজনে, (জাতীয় শোক দিবস) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৮তম শাহাদাৎ বার্ষিকীতে, বঙ্গবন্ধুর অস্থায়ী প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ শেষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় বীর মুক্তিযোদ্ধা আমির আলী (চেয়ারম্যান) এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন তাহিরপুর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার রৌজ আলী, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের সাবেক কমান্ডার আলকাস উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা আঃ জলিল খান।
আলোচনার পূর্বেই, জাতির জনক শেখ মুজিবুর রহমান ও শেখ ফজিলাতুন্নেছা মুজিবসহ পরিবারের সকল শহীদের রুহের মাগফেরাত কামনায় ২মিনিট নিরবতা পালনের মাধ্যমে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন ট্যাকেরঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ রাশেদুল, বীর মুক্তিযোদ্ধা আঃ খালেক, বীর মুক্তিযোদ্ধা উস্তার আলী আখঞ্জী, বীর মুক্তিযোদ্ধা আঃমতিন, বীর মুক্তিযোদ্ধা শাহানূর,বীর মুক্তিযোদ্ধা জুনাব আলী, বীর মুক্তিযোদ্ধা সজা মিয়া। এছাড়াও
মুক্তি যোদ্ধা পরিবারের সন্তান ও পরিবার বর্গের সদস্য বৃন্দ প্রমুখ।
এছাড়াও উপজেলার বিভিন্ন স্থানে যথারীতি অনুসরণ করে জাতীয় শোকদিবস পালন করেছে আওয়ামী লীগের অঙ্গ সংগঠন নেতৃবৃন্দ ।