বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫, ১২:০০ পূর্বাহ্ন
শিরোনামঃ
আনমনা প্রাঙ্গণের চিত্রাঙ্কন প্রতিযোগিতা শুক্রবার মুন্সীগঞ্জে হারিয়ে যাচ্ছে ২০০ বছরের মৃৎ শিল্পের ঐতিহ্য মুন্সিগঞ্জে সচিবের বাড়িতে ডাকাতির অভিযোগ মুন্সীগঞ্জে ঘনকুয়াশায় নৌযান ৮ ঘন্টা আটকা, হাজার মানুষের চরম দূর্ভোগ মুন্সীগঞ্জে শহীদ জিয়া পরিষদের সদর থানার সভাপতি আলী আজগর পলাশ,সম্পাদক আরিয়ান রাজ ( রউফ) উদীচী শিল্পীগোষ্ঠী সাতক্ষীরা জেলা সংসদের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত বোয়ালখালীতে আগুনে পুড়ল দোতলা ঘর ফুলবাড়ীতে জামায়াতে ইসলামীর কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত বিগত বছরে ৬৩৫৯ সড়ক দুর্ঘটনায় ৮৫৪৩ জন নিহত – যাত্রী কল্যাণ সমিতি বোয়ালখালীতে বিএনপির কর্মী সমাবেশ অনুষ্ঠিত

৫০ তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা গাজীপুর জেলা ফুটবলে মেয়েরা-ছেলেরা বিভাগীয় জয়ী 

রিপোর্টার নামঃ
  • আপডেট সময় রবিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৩
  • ৫৪৯ বার পঠিত

মোঃ মিজানুর রহমান চৌধুরী,স্টাফ রিপোর্টারঃ

৫০ তম গ্রীষ্মকালীন ক্রিড়া প্রতিযোগিতা ২০২৩ বাংলাদেশ জাতীয় স্কুল মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রিয়া সমিতি , গাজীপুর জেলা । প্রধান অতিথী, জনাব আবুল ফাতে মোঃ সফিকুল ইসলাম , বিশেষ অতিথী , জনাব মোঃ মামুনুল করিম , অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি, গাজীপুর । সভাপতি , লায়লা খানম জেলা শিক্ষা অফিসার গাজীপুর , আয়োজন, জেলা প্রশাসন গাজীপুর ও জেলা শিক্ষা অফিস । ১৬ সেপ্টেম্বর ২০২৩, পুরস্কার বিতরণী অনুষ্ঠান । স্থান শহীদ বরকত স্টেডিয়াম গাজীপুর, সকাল ১০ ঘটিকা। জেলা খেলাতে জয়ী হয়ে বিভাগে খেলার যোগ্যতা অর্জন করেছে । গাজীপুর জেলার বিভিন্ন স্কুলের, বিভিন্ন খেলা দিয়ে জয়ী হয়েছে যারা। জাতালিয়া মজিদ চালা উচ্চ বিদ্যালয়ের ছাত্রীরা, কালিয়াকৈর, গাজীপুর ।

যারা খেলেছে,  হালিমা আক্তার , পিংকি সরকার , সীমা আক্তার , সেতু রাণী , মীম ( মেসি ) , মোসাঃ তাসলিমা আক্তার , সিখা রাণী , সুষমিতা , ইতি রাণী , মৌলিকা , কনিকা রাণী , সুস্মিতা বর্মন , বৃষ্টি রাণী , শ্রীমতি পর্জুমা রাণী পলি , শী রিংকী । শিক্ষিক উপস্থিত ছিলেন , প্রধান শিক্ষক ঃ মোঃ মোখলেছুর রহমান , সহ- প্রধান শিক্ষক ঃ মোঃ আবুল হাশেম , সিনিয়র সহ শিক্ষক মোঃ জিয়াউল হক, সিনিয়র সহ শিক্ষক মোঃ সফিকুল ইসলাম, ক্রীড়া শিক্ষক মোঃ নাজমুল হোসেন , সহ শিক্ষক সোনিয়া আক্তার । সফিউল সরকার একাডেমি এন্ড কলেজ, দাবা প্রতিযোগিতায় ৬ষ্ঠ শ্রেণির আয়েশা ইসলাম তোয়া চ্যাম্পিয়ন হয়েছে ।৬ষ্ঠ শ্রেণীর সাকিব রানার্স আপ হয়েছে । শিক্ষক উপস্থিত ছিলেন ঃ সহকারী শিক্ষক বাগে জান্নাত। গাজীপুর ক্যান্টনমেন্ট বোর্ড বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী কানিজ ফাতিমা , সাঁতারে চ্যাম্পিয়ন ।

হায়দারাবাদ রমনী কুমার পৈত উচ্চ বিদ্যালয়ের ছাত্র, ছাত্রী সাতারে প্রতিযোগিতা, ছাত্র ১ম স্থান মোঃ আলী হোসেন , ছাত্রী ২ম স্বর্নালি স্বর্না , শিক্ষক উপস্থিত ছিলেন ঃ শারমিন সুলতানা । মেশিন টুলস ফ্যাক্টরি স্কুলের ছেলেরা ফুটবল খেলে চ্যাম্পিয়ন হয়েছে । পুরস্কার তুলে দেন, প্রধান অতিথী ঃ জনাব আবুল ফাতে মোঃ সফিকুল ইসলাম  জেলা প্রশাসক গাজীপুর জেলা। বিশেষ অতিথী ঃ জনাব মোঃ মামুনুল করিম, অতিরিক্ত জেলা প্রশাসক ( শিক্ষা ও আইসিটি ) গাজীপুর । সভাপতি লায়লা খানম , জেলা শিক্ষা অফিসার গাজীপুর। আরো সন্মানীত বিভিন্ন স্কুলের সন্মানীত শিক্ষকবৃন্দ ।

সাংবাদ পড়ুন ও শেয়ার করুন

আরো জনপ্রিয় সংবাদ

© All rights reserved © 2022 Sumoyersonlap.com

Design & Development BY Hostitbd.Com

কপি করা নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ।