মোঃ মিজানুর রহমান চৌধুরী,স্টাফ রিপোর্টারঃ
৫০ তম গ্রীষ্মকালীন ক্রিড়া প্রতিযোগিতা ২০২৩ বাংলাদেশ জাতীয় স্কুল মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রিয়া সমিতি , গাজীপুর জেলা । প্রধান অতিথী, জনাব আবুল ফাতে মোঃ সফিকুল ইসলাম , বিশেষ অতিথী , জনাব মোঃ মামুনুল করিম , অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি, গাজীপুর । সভাপতি , লায়লা খানম জেলা শিক্ষা অফিসার গাজীপুর , আয়োজন, জেলা প্রশাসন গাজীপুর ও জেলা শিক্ষা অফিস । ১৬ সেপ্টেম্বর ২০২৩, পুরস্কার বিতরণী অনুষ্ঠান । স্থান শহীদ বরকত স্টেডিয়াম গাজীপুর, সকাল ১০ ঘটিকা। জেলা খেলাতে জয়ী হয়ে বিভাগে খেলার যোগ্যতা অর্জন করেছে । গাজীপুর জেলার বিভিন্ন স্কুলের, বিভিন্ন খেলা দিয়ে জয়ী হয়েছে যারা। জাতালিয়া মজিদ চালা উচ্চ বিদ্যালয়ের ছাত্রীরা, কালিয়াকৈর, গাজীপুর ।
যারা খেলেছে, হালিমা আক্তার , পিংকি সরকার , সীমা আক্তার , সেতু রাণী , মীম ( মেসি ) , মোসাঃ তাসলিমা আক্তার , সিখা রাণী , সুষমিতা , ইতি রাণী , মৌলিকা , কনিকা রাণী , সুস্মিতা বর্মন , বৃষ্টি রাণী , শ্রীমতি পর্জুমা রাণী পলি , শী রিংকী । শিক্ষিক উপস্থিত ছিলেন , প্রধান শিক্ষক ঃ মোঃ মোখলেছুর রহমান , সহ- প্রধান শিক্ষক ঃ মোঃ আবুল হাশেম , সিনিয়র সহ শিক্ষক মোঃ জিয়াউল হক, সিনিয়র সহ শিক্ষক মোঃ সফিকুল ইসলাম, ক্রীড়া শিক্ষক মোঃ নাজমুল হোসেন , সহ শিক্ষক সোনিয়া আক্তার । সফিউল সরকার একাডেমি এন্ড কলেজ, দাবা প্রতিযোগিতায় ৬ষ্ঠ শ্রেণির আয়েশা ইসলাম তোয়া চ্যাম্পিয়ন হয়েছে ।৬ষ্ঠ শ্রেণীর সাকিব রানার্স আপ হয়েছে । শিক্ষক উপস্থিত ছিলেন ঃ সহকারী শিক্ষক বাগে জান্নাত। গাজীপুর ক্যান্টনমেন্ট বোর্ড বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী কানিজ ফাতিমা , সাঁতারে চ্যাম্পিয়ন ।
হায়দারাবাদ রমনী কুমার পৈত উচ্চ বিদ্যালয়ের ছাত্র, ছাত্রী সাতারে প্রতিযোগিতা, ছাত্র ১ম স্থান মোঃ আলী হোসেন , ছাত্রী ২ম স্বর্নালি স্বর্না , শিক্ষক উপস্থিত ছিলেন ঃ শারমিন সুলতানা । মেশিন টুলস ফ্যাক্টরি স্কুলের ছেলেরা ফুটবল খেলে চ্যাম্পিয়ন হয়েছে । পুরস্কার তুলে দেন, প্রধান অতিথী ঃ জনাব আবুল ফাতে মোঃ সফিকুল ইসলাম জেলা প্রশাসক গাজীপুর জেলা। বিশেষ অতিথী ঃ জনাব মোঃ মামুনুল করিম, অতিরিক্ত জেলা প্রশাসক ( শিক্ষা ও আইসিটি ) গাজীপুর । সভাপতি লায়লা খানম , জেলা শিক্ষা অফিসার গাজীপুর। আরো সন্মানীত বিভিন্ন স্কুলের সন্মানীত শিক্ষকবৃন্দ ।
দাইয়ানুর রহমান (সম্পাদক) তাপস কুমার ঘোষ (প্রকাশক) শিমুল হোসেন, (নির্বাহী সম্পাদক) আজহারুল ইসলাম-বাবলু হোসেন ( নির্বাহী সম্পাদক)
অফিসঃ পশ্চিম শেওড়াপাড়া- ইকবল রোড বাসা নং- ৪১৬/৪ মিরপুর ঢাকা-১২১৬,
Email: Info@sumoyersonlap.com, taposhg588@gmail.com,shimul00252@gmail.com
01715522822, 01728.855627, 01710118632, 01709255325
https://www.sumoyersonlap.com
কপি করা নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ।