জয়ন্ত সাহা যতন,স্টাফ রিপোর্টার:গাইবান্ধার সুন্দরগঞ্জ থেকে নুশাত নামে এক মাদ্রাসা পড়ুয়া ছেলে নিখোঁজ হয়েছে। তার বয়স আনুমানিক ১১-১২ বছর। গত বুধবার (২৩ অক্টোবর) থেকে নিখোঁজ রয়েছে নুশাত।
নুশাত উপজেলার সর্বানন্দ ইউনিয়নের পশ্চিম বাছহাটি সরকার পাড়া গ্রামের মোঃ রফিকুল ইসলামের ছেলে। নুশাত ছাইতানতলা দ্বিমুখি দাখিল মাদ্রাসার ছাত্র।
পরিবারের স্বজনরা বিভিন্ন আত্মীয়-স্বজনসহ বিভিন্ন স্থানে খোঁজ নিলেও তার কোনো খোঁজ পাওয়া যায়নি। ২৪ অক্টোবর গত নুশাতের পরিবার সুন্দরগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। জিডি নং ১১১৬.
পরিবার সূত্রে জানা যায়, গত ২৩ অক্টোবর বই খাতা নিয়ে মাদ্রাসায় যাওয়ার জন্য বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি। নিখোঁজের সময় নুশাতের গাঁয়ে ছিল নীল সাদা ফোটা শার্ট ও নীল রঙের পায়জামা।
যদি কোনো সহৃদয়বান ব্যক্তি নুশাতের সন্ধান পেয়ে থাকেন তাহলে ০১৭৪৩-২৯৩০০৬ নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ জানিয়েছেন তার পরিবার।