সুরুজ্জামান রাসেল, গাজীপুর প্রতিনিধিঃ
গাজীপুরের কাপাসিয়া প্রথম ধাপে ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন ৮ মে শেষ হয়েছে। এ নির্বাচনে চেয়ারম্যান পদে দুইজন, ভাইস চেয়ারম্যান পদে চারজন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে দুইজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। চেয়ারম্যান পদে এডভোকেট আমানত হোসেন খান মোটরসাইকেল প্রতীক নিয়ে ৫ হাজার ৭০৩ ভোট বেশী পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
তিনি ৪৫ হাজার ৯২৯ ভোট পেয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী মাহবুব উদ্দিন সেলিম আনারস প্রতীকে পেয়েছেন ৪০ হাজার ২২৬ ভোট।
অপরদিকে ভাইস চেয়ারম্যান পদে হাফিজুল হক চৌধুরী টিয়া পাখি প্রতীকে ৪৭ হাজার ৩৩ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী মো ইমান উল্লাহ শেখ তালা প্রতীকে পেয়েছেন ২০ হাজার ১০১ ভোট। মহিলা ভাইস চেয়ারম্যান পদে শামীমা নাসরিন শিখা ফুটবল প্রতীকে ৬৫ হাজার ২৫ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী রওশন আরা সরকার কলসি প্রতীকে পেয়েছেন ১৯ হাজার ৭০০ ভোট।
দাইয়ানুর রহমান (সম্পাদক) তাপস কুমার ঘোষ (প্রকাশক) শিমুল হোসেন, (নির্বাহী সম্পাদক) আজহারুল ইসলাম-বাবলু হোসেন ( নির্বাহী সম্পাদক)
অফিসঃ পশ্চিম শেওড়াপাড়া- ইকবল রোড বাসা নং- ৪১৬/৪ মিরপুর ঢাকা-১২১৬,
Email: Info@sumoyersonlap.com, taposhg588@gmail.com,shimul00252@gmail.com
01715522822, 01728.855627, 01710118632, 01709255325
https://www.sumoyersonlap.com
কপি করা নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ।