মধ্যনগর(সুনামগঞ্জ)প্রতিনিধিঃ
সুনামগঞ্জের মধ্যনগরে বিশেষ অভিযান চালিয়ে ভিন্ন ভিন্ন স্থান হতে ৮০ বস্তা ভারতীয় অবৈধ চিনিসহ ৩ চোরাকারবারিকে আটক করেছে মধ্যনগর থানা পুলিশ।
বৃহস্পতিবার (৩১ আগস্ট)এসআই মোঃ মশিউর রহমান এর নেতৃত্বে এসআই রফিজুল ইসলাম, এএসআই মোঃ কাজল মিয়া, এএসআই আব্দুল আজীম সঙ্গীয় ফোর্স সহ থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ভোর সাড়ে পাঁচটার সময় মধ্যনগর থানাধীন ১নং বংশীকুন্ডা উত্তর ইউনিয়নের বাঙ্গালভিটা সাকিনস্থ ছড়ার মুখ সংলগ্ন বাঁধের পাশ হইতে পাইকুরাটি ইউনিয়নের বরাদ্দকৃত ১টি (এলজিএসপি-৩) এর স্টীল বডি ইঞ্জিন চালিত নৌকা বোঝাই ৫০ বস্তা চিনিসহ ২ জনকে গ্রেফতার করা হয়।
বগ্রেফতারকৃতরা হল ধর্মপাশা উপজেলার হাওড় রাজাপুরের তাজ্জত আলী তালুকদারের ছেলে রনি মিয়া (৩৫)এবং রায়পুর গ্রামের আব্দুল খালেকের ছেলে মোঃ এরশাদ মিয়া (৪০) কে গ্রেফতার করা হয় একই দিনে ভোর সোয়া ছয়টায় মধ্যনগর থানাধীন ১নং বংশীকুন্ডা উত্তর ইউপির বাঙ্গালভিটা কীর্তনছড়া গ্রামের একটি বসত ঘর হইতে ৩০ বস্তা চিনিসহ ভাঙালভিটা গ্রামের আবুল হোসেনের ছেলে আবুল হাসেম (৪০) কে গ্রেফতার করা হয়।
মধ্যনগর থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ মো.এমরান হোসেন জানান-আটককৃতদের বিরুদ্ধে চোরাচালান মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে।
এম এ মান্নান,
মধ্যনগর,সুনামগঞ্জ
০১৭৭১৯২১৬৫২