মো: সজীব মোল্লাঃ
ফরিদপুরে সাত ফুট লম্বা মিঠাপানির বিলুপ্তপ্রায় একটি কুমির উদ্ধার করেছে বনবিভাগ। সুন্দরবনের করমজল বণ্যপ্রাণী উদ্ধার কেন্দ্রে নেওয়া হচ্ছে কুমিরটিকে।
মঙ্গলবার (১৭ অক্টোবর) দুপুরে সদর উপজেলার আলিয়াবাদ ইউনিয়নের গজারিয়ায় ভুবনেশ্বর নদ থেকে কুমিরটি উদ্ধার করা হয়।
জানা যায়, ১১ অক্টোবর বিকেলে চরভদ্রাসন উপজেলার গাজীরটেক ইউনিয়নের শিকদার ডাঙ্গী গ্রামের ভুবনেশ্বর নদে প্রথম কুমিরটি দেখা যায়। পরদিন বৃহস্পতিবার সকাল ১০টা থেকে দুপুর ১২টার মধ্যে কয়েকবার কুমিরটি ভেসে ওঠে। এতে স্থানীয় লোকজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
স্থানীয় ইউপি সদস্য বকলুকার রহমান বলেন, কুমির দেখার বিষয়টি থানা ও বনবিভাগকে জানানো হয়। স্থানীয় প্রশাসন ও পুলিশ গিয়ে এলাকার মানুষকে সতর্ক করে। বিভিন্ন মসজিদ থেকে মাইকিংও করা হয়।