মোঃ রায়হান আলী নওগাঁঃ
নিরাপদ মাছে ভরবো দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁর মান্দায় জাতীয় মৎস্য সপ্তাহ-২০২২ উদযাপন উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকাল ১০ টায় উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তার কার্যালয়ে এ মতবিনিময় সভায় সরকারের বিভিন্ন কর্মসূচী বাস্তবায়ন ও মৎস্য বিষয়ক আইন বাস্তবায়ন সহ বিভিন্ন কর্মকান্ড নিয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন মান্দা উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আব্দুল মান্নান আকন্দ।
এ সময় তিনি সাংবাদিকের উদ্দেশ্যে বলেন, বাজারে লট্ট্যা, পোয়া মাছ সহ বিভিন্ন মাছ মানব দেহের জন্য ক্ষতিকর। এগুলো স্থানীয় গণমাধ্যমকর্মীদের মাধ্যমে মানুষকে সচেতন করতে হবে। এছাড়া আফ্রিকান মাগুর, পিরানহা ও সাকার ফিস দেশীয় মাছের বংশ বিস্তারের জন্য মারাত্মক ক্ষতিকর। এগুলো চাষাবাদে স্থানীয় মৎস্য ব্যবসায়ীদের সচেতন করতে হবে।দেশীয় মাছের উৎপাদন বাড়াতে সবাইকে সচেতন করতে হবে বলে জানান তিনি।
মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন, সম্প্রসারণ কর্মকর্তা এন এ টি পি-২ তাসমিরাহ তাবাসসুম, ক্ষেত্র সহকারী মাহবুর রহমান, অফিস সহকারী জিয়াউর রহমান, মান্দা উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বুলবুল আহমেদ, সাংবাদিক রওশন আলম ,সাজ্জাদুল তুহিন ,আপেল মাহমুদ হ্যাপি, রায়হান আলী, ওয়াশিম রাজু, সজিবুর রহমান সজীব, আখতারুজ্জামান নাঈম প্রমূখ ৷
দাইয়ানুর রহমান (সম্পাদক) তাপস কুমার ঘোষ (প্রকাশক) শিমুল হোসেন, (নির্বাহী সম্পাদক) আজহারুল ইসলাম-বাবলু হোসেন ( নির্বাহী সম্পাদক)
অফিসঃ পশ্চিম শেওড়াপাড়া- ইকবল রোড বাসা নং- ৪১৬/৪ মিরপুর ঢাকা-১২১৬,
Email: Info@sumoyersonlap.com, taposhg588@gmail.com,shimul00252@gmail.com
01715522822, 01728.855627, 01710118632, 01709255325
https://www.sumoyersonlap.com
কপি করা নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ।