বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধিঃ
জামালপুরের বকশীগঞ্জে ১৮ বছরের নিচে কোন শিক্ষার্থীকে মোবাইল ফোন ব্যবহার না করতে অনুরোধ জানিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুন মুন জাহান লিজা। মোবাইল ফোন যত্রতত্র ব্যবহারের কারণে অনেক শিক্ষার্থীকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন হওয়া ও বিভিন্ন সমস্যার মুখোমুখি হতে হচ্ছে।
একারণে রোববার ( ২০ নভেম্বর) ৪ শিক্ষার্থীর মোবাইল ফোন জব্দ করা হয়েছে। পরে ওই চার শিক্ষার্থীর অভিভাবক মুচেলিকা দিয়ে মোবাইল ফোন ফেরত নিয়েছেন। ১৮ বছরের নিচের সকল শিশুর যত্রতত্র মোবাইল ফোন ব্যবহার কমাতে হুঁশিয়ারী দিয়েছেন ইউএনও মুন মুন জাহান লিজা।
শিক্ষার্থীদের মোবাইলে আসক্তি কমিয়ে পড়াশুনায় মনোযোগী হওয়ার জন্য অনুরোধ জানানো হয়েছে।
উপজেলা প্রশাসনের পক্ষে ইতোমধ্যে সকল শিক্ষা প্রতিষ্ঠানে মোবাইল ব্যবহারের ওপর সতর্কতামূলক নির্দেশনা দেওয়া হয়েছে। পাশাপাশি অভিভাবকদেরও সচেতন হওয়ারও পরামর্শ দেওয়া হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার মুন মুন জাহান লিজা জানান, শিশুদের মোবাইল ব্যবহারের কারণে পড়াশুনা ব্যাঘাত সহ নানা ধরণের মানসিক সমস্যা হচ্ছে। আর ১৮ বছরের নিচের শিক্ষার্থীরা মোবাইল ব্যবহারের কারণে ক্লাস ফাঁকি সহ সামাজিক সমস্যার মুখোমুখি হচ্ছেন। ফলে সবদিক বিবেচনা করে ১৮ বছরের নিচের শিক্ষার্থীদের ফোন ব্যবহারের ক্ষেত্রে কড়াকড়ি করা হয়েছে। তিনি এবিষয়ে প্রতিটি অভিভাবককে সচেতন হওয়ার পরামর্শ দিয়েছেন।
দাইয়ানুর রহমান (সম্পাদক) তাপস কুমার ঘোষ (প্রকাশক) শিমুল হোসেন, (নির্বাহী সম্পাদক) আজহারুল ইসলাম-বাবলু হোসেন ( নির্বাহী সম্পাদক)
অফিসঃ পশ্চিম শেওড়াপাড়া- ইকবল রোড বাসা নং- ৪১৬/৪ মিরপুর ঢাকা-১২১৬,
Email: Info@sumoyersonlap.com, taposhg588@gmail.com,shimul00252@gmail.com
01715522822, 01728.855627, 01710118632, 01709255325
কপি করা নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ।