বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫, ০৫:৫২ পূর্বাহ্ন
শিরোনামঃ
আনমনা প্রাঙ্গণের চিত্রাঙ্কন প্রতিযোগিতা শুক্রবার মুন্সীগঞ্জে হারিয়ে যাচ্ছে ২০০ বছরের মৃৎ শিল্পের ঐতিহ্য মুন্সিগঞ্জে সচিবের বাড়িতে ডাকাতির অভিযোগ মুন্সীগঞ্জে ঘনকুয়াশায় নৌযান ৮ ঘন্টা আটকা, হাজার মানুষের চরম দূর্ভোগ মুন্সীগঞ্জে শহীদ জিয়া পরিষদের সদর থানার সভাপতি আলী আজগর পলাশ,সম্পাদক আরিয়ান রাজ ( রউফ) উদীচী শিল্পীগোষ্ঠী সাতক্ষীরা জেলা সংসদের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত বোয়ালখালীতে আগুনে পুড়ল দোতলা ঘর ফুলবাড়ীতে জামায়াতে ইসলামীর কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত বিগত বছরে ৬৩৫৯ সড়ক দুর্ঘটনায় ৮৫৪৩ জন নিহত – যাত্রী কল্যাণ সমিতি বোয়ালখালীতে বিএনপির কর্মী সমাবেশ অনুষ্ঠিত

সালথার সাড়ুক‌দিয়া উচ্চ বিদ‌্যাল‌য়ের সাধারণ অ‌ভিভাবক সদস‌্য প‌দে নির্বাচন সম্পন্ন

রিপোর্টার নামঃ
  • আপডেট সময় বুধবার, ৩০ নভেম্বর, ২০২২
  • ৪৮৯ বার পঠিত

আকাশ সাহাঃ সালথা (ফ‌রিদপুর) প্রতি‌নি‌ধিঃ

ফ‌রিদপু‌রের সালথা উপ‌জেলার আটঘর ইউ‌নিয়‌নের ঐ‌তিহ‌্যবাহী সাড়ুক‌দিয়া উচ্চ বিদ‌্যাল‌য়ের প‌রিচালনা পর্ষ‌দের সাধারণ অ‌ভিভাবক সদস‌্য প‌দে দ্বিবা‌র্ষিক ‌নির্বাচ‌ন সম্পন্ন হ‌য়ে‌ছে। বুধবার সকাল ১০ টা থে‌কে শুরু হ‌য়ে বিকাল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ অনু‌ষ্ঠিত হয়।

নির্বাচ‌নে মোট ভোটার র‌য়ে‌ছে ৫৫১ জন, নির্বাচ‌নে মোট ৮জন প্রতিদ্বন্দী প্রার্থী অংশ গ্রহন ক‌রে। ভোট গণনা শে‌ষে উপ‌জেলা মাধ‌্যমিক শিক্ষা অ‌ফিসার ও প্রিজাই‌ডিং অ‌ফিসার ‌বিনয় কুমার চা‌কী ফলাফল ঘোষণা ক‌রেন।

জানা যায়, বিদ‌্যাল‌য়ের সাধারণ অ‌ভিভাবক সদস‌্য প‌দে ৮জন প্রার্থী প্রতিদন্দীতা কর‌লেও ৪জন নির্বাচিত হ‌বেন। মোট ৫৫১ জন ভো‌টা‌রের ম‌ধ্যে ৪৩০ ভোট প্রদান ক‌রেন, এর ম‌ধ্যে মোঃ ইব্রাহীম মোল‌্যা ৩১২ ভোট, হা‌দিস মিয়া ২৮১ ভোট, মোঃ ও‌হিদুল ইসলাম মোল‌্যা ২৬২ ভোট, ই‌লিয়াস মাতুব্বর ২৬০ ভোট পে‌য়ে নির্বা‌চিত হ‌য়ে‌ছেন।

অপর দি‌কে মোঃ ইমারত হো‌সেন ১২০ ভোট, মোঃ শাহীন মোল‌্যা ১১৭ ভোট,শ‌ফিউল আলম ১১৫ ভোট এবং মোঃ ফজলুর রহমান পে‌য়ে‌ছেন ১১২ ভোট। সুষ্ঠ ও সুন্দর এবং ম‌নোরম প‌রিবে‌শে নির্বাচন সম্পন্ন হ‌য়ে‌ছে ব‌লে ভোটার, প্রতিদ্বন্দী প্রার্থী ও স্থানীয়রা জানায়। নির্বাচ‌নে ‌নিরাপত্তা নি‌য়েও সবাই প্রশংসা ক‌রেন।

সাড়ুক‌দিয়া উচ্চ বিদ‌্যাল‌য়ের নির্বাচ‌নের প্রিজাই‌ডিং অ‌ফিসার ও উপ‌জেলা মাধ‌্যমিক শিক্ষা অ‌ফিসার বিনয় কুমার চা‌কী ব‌লে‌ন, ম‌নোরম প‌রি‌বে‌শে সকাল ১০টা থে‌কে অবাধ ও সুষ্ঠভা‌বে বিকাল ৪টা পর্যন্ত ভোট গ্রহন করা হয়। ভোট গ্রহন শে‌ষে বিজয়ী‌দের নাম ঘোষণা করা হ‌য়ে‌ছে। আশ‌া কর‌ছি সবাই মি‌লে ঐ‌তিহ‌্যবাহী সাড়ুক‌দিয়া উচ্চ বিদ‌্যাল‌য়ের শিক্ষার্থী বৃ‌দ্ধিসহ লেখাপড়ার মান উন্নয়নে অংশ নি‌বে।

সাংবাদ পড়ুন ও শেয়ার করুন

আরো জনপ্রিয় সংবাদ

© All rights reserved © 2022 Sumoyersonlap.com

Design & Development BY Hostitbd.Com

কপি করা নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ।