দৈনিক মুন্সীগঞ্জের খবরে সংবাদ প্রকাশের পর মুন্সীগঞ্জ সদর উপজেলার রামপাল ইউপি চেয়ারম্যান আলহাজ্ব বাচ্চু শেখের নির্দেশে অবশেষে মুন্সীগঞ্জ সদর উপজেলার রামপাল অন্তগর্ত সিপাইপাড়ায় ব্যাস্ত তম রাস্তার পাশে ময়লা-আবর্জনা ফেলা বন্ধ হয়েছে। ওই স্থানে যেনো ময়লা-আবর্জনা ফেলা না হয় তার জন্য উক্ত স্হানে বালু এবং বাশ দিয়ে বাউন্ডডারি দেওয়া হয় গত ১১ই ফেব্রেয়ারী তারিখে ।
গত ৩রা ফেব্রয়ারী ২০২৩ইং তারিথে “সিপাইপাড়া ব্যাস্ত তম সড়কের পাশে ময়লার স্তুপ “শিরোনামে সচিত্র প্রতিবেদন প্রকাশিত হয়।
রামপাল ইউনিয়রে সচিব এ প্রতিনিধিকে বলেন, সিপাইপাড়ায় ব্যাস্ত তম রাস্তার পাশে ময়লা-আবর্জনা ও বর্জ্য না ফেলতে নির্দেশনা দেওয়া হয়েছে এবং বাজারের অবর্জনা ফেলার জন্যে বিকল্প স্থান খোঁজা হচ্ছে।
উক্ত ওয়াডের দায়িত্বে থাকা মো.মেম্বার খোরশেদ আলম আমাদের কে বলেন, শনি বার থেকে উক্ত স্হানের আসেপাশে বাজারের ময়লা-আবর্জনা না ফেলতে নির্দেশনা দিয়েছেন রামপাল ইউনিয়ের চেয়ারম্যান আলহাজ্ব বাচ্চু শেখ ।
এখন থেকে ওইখানে আর ময়লা ফেলা হবে না। এদিকে দীর্ঘদিনের এই সমস্যা সমাধান করায় রামপাল ইউনিয়নের সচেতন জনগন চেয়ারম্যান বাচ্চু শেখ ধন্যবাদ জানিয়েছে।