মোঃ শফিকুল ইসলাম, কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ
১৭ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষ্যে সারা দেশব্যাপী সরকারি বে-সরকারিভাবে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে দিন টি কে উদযাপন করা হয়। উক্ত এই দিবসটি উপলক্ষ্যে এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশন পরিচালিত দুই টাকায় স্কুল এর শিশুদের নিয়ে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশন ও দুই টাকায় স্কুল এর প্রতিষ্ঠাতা শিশুবন্ধু মুহাম্মদ আলী বলেন,শিশুরাই হলো আগামীর পথপ্রদর্শক তাই এই শিশুদের কে সেভাবে গড়ে তুলতে হবে। তিনি আরও বলেন বর্তমানে দেশে লক্ষ লক্ষ শিশু রাস্তায় বসবাস করছে যা আগামী প্রজন্মের জন্য ভয়াবহ। তাই সকল শিশুদের কে সমান ভাবে তাদের অধিকার নিশ্চিত করার জন্য সরকারের বিশেষ পদক্ষেপ গ্রহণ করার জন্য সরকারের প্রতি আহবান জানান তিনি।
এই সময় উপস্থিত ছিলেন এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশনের পরিচালক সামসুন নাহার সামু, মোঃ মোকছেদুল হক, তরিকুল ইসলাম সুমন প্রমূখ।