সোলাইমান হাটহাজারী চট্টগ্রাম প্রতিনিধিঃ
হাটহাজারীতে নিখোঁজের ১০দিন পর যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে মডেল থানা পুলিশ। শনিবার (২৫মার্চ) সকালে পৌরসভার আনিস প্যারালাল খাল সংলগ্ন একটি গাছের ঢাল থেকে ঝুলন্ত অবস্থায় লাশ উদ্ধার করা হয়।নিহত ব্যক্তি পৌরসভার ৯ নং ওয়ার্ডের দায়ের চৌধুরী বাড়ির শাহ আলমের দ্বিতীয় পুত্র আবু তৈয়ব(২৩)।
স্থানীয় সূত্রে জানা যায়, গত ১০ দিন আগে সকালে কর্মস্থলে যেত ঘর থেকে বের হয়। পরে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজির পর পাওয়া না গেলে হাটহাজারী মডেল থানা একটি লিখিত নিখোঁজ করেন। নিখোঁজের ১০ দিন পার হলে শনিবার দশটার দিকে কিছু লোক আনিস প্যারারাল খালের পাড়ে নির্জন স্থানে তার লাশ ঝুলন্ত অবস্থায় দেখতে পাই। পরে স্থানীয়দের খবর দিলে সবাই এসে লাশটি চিহ্নিত করে পরিবারকে খবর দেয়। পরে হাটহাজারী মডেল থানায় খবর দিলে ঘটনাস্থলে একটি টিম পরিদর্শন করে লাশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন করে ময়না তদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে বলে জানান মডেল থানার ওসি তদন্ত মোঃ নুরুল আলম।
দাইয়ানুর রহমান (সম্পাদক) তাপস কুমার ঘোষ (প্রকাশক) শিমুল হোসেন, (নির্বাহী সম্পাদক) আজহারুল ইসলাম-বাবলু হোসেন ( নির্বাহী সম্পাদক)
অফিসঃ পশ্চিম শেওড়াপাড়া- ইকবল রোড বাসা নং- ৪১৬/৪ মিরপুর ঢাকা-১২১৬,
Email: Info@sumoyersonlap.com, taposhg588@gmail.com,shimul00252@gmail.com
01715522822, 01728.855627, 01710118632, 01709255325
https://www.sumoyersonlap.com
কপি করা নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ।