প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১৯, ২০২৫, ২:২৫ পি.এম || প্রকাশের তারিখঃ মার্চ ৫, ২০২৪, ৫:৫৪ পি.এম
রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) রাজধানীর বেইলি রোডে অভিযান চালিয়ে নবাবী ভোজ ও সুলতান’স ডাইন নামের দুটি রেস্তোরাঁ সিলগালা করে দিয়েছে।
আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে অভিযান শুরু করে রাজউক। খবর পেয়ে নবাবী ভোজের কর্মকর্তা-কর্মচারীরা রেস্তোরাঁ বন্ধ করে কেটে পড়েন। পরে অভিযান পরিচালনাকারী দল রেস্তোরাঁটি সিলগালা করে দেয়।
দুপুরে সুলতান'স ডাইন রেস্তোরাঁয় অভিযানে যায় একই সংস্থা। সেখানে গিয়েও তারা রেস্তোরাঁটি বন্ধ পায়। এক নোটিশে লেখা ছিল, ‘রেনোভেশন কাজের জন্য সাময়িকভাবে সুলতানস ডাইন বন্ধ রয়েছে’। পরে বন্ধ থাকা রেস্তোঁরাটি সিলগালা করে দেয় রাজউক।
অভিযান পরিচালনা করেছেন রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট মনির হোসেন হাওলাদার।
সুলতান’স ডাইনের বিষয়ে রাজউকের কর্মকর্তারা বলেন, রেস্তোরাঁটির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা কোনো কাগজপত্র দেখাতে পারেনি। তবে তারা দাবি করেছেন, তাদের সব কাগজপত্র আছে। তাই আপাতত রেস্তোরাঁটি সিলগালা করা হয়েছে। কাগজপত্র দেখাতে পারলে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।
২৯ ফেব্রুয়ারি রাতে বেইলি রোডের ভয়াবহ অগ্নিকাণ্ডে ৪৬ জন মানুষ প্রাণ হারান। হাসপাতালের বিছানায় কাতরাচ্ছেন অনেকে। এর মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। তারপরই অভিযান চলছে।
দাইয়ানুর রহমান (সম্পাদক) তাপস কুমার ঘোষ (প্রকাশক) শিমুল হোসেন, (নির্বাহী সম্পাদক) আজহারুল ইসলাম-বাবলু হোসেন ( নির্বাহী সম্পাদক)
অফিসঃ পশ্চিম শেওড়াপাড়া- ইকবল রোড বাসা নং- ৪১৬/৪ মিরপুর ঢাকা-১২১৬,
Email: Info@sumoyersonlap.com, taposhg588@gmail.com,shimul00252@gmail.com
01715522822, 01728.855627, 01710118632, 01709255325
https://www.sumoyersonlap.com