নারায়ণগঞ্জ সদর উপজেলার সৈয়দপুর এলাকা থেকে আনুমানিক ২০ বছরের অজ্ঞাত এক তরুণীর বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (৫ মার্চ) দুপুরে ঢাকা-মুন্সিগঞ্জ সড়কের পাশ থেকে ওই তরুনীর মৃতদেহ উদ্ধার করা হয়। মরদেহটি কম্বল দিয়ে মুড়িয়ে বস্তাবন্দি করা ছিল।
সদর মডেল থানার ওসি মোহাম্মদ শাহাদাৎ হোসেন জানান, স্থানীয় লোকজনের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে অজ্ঞাত এক তরুনীর লাশ উদ্ধার করা হয়েছে। তবে তার কোন পরিচয় পাওয়া যায়নি। তার পরিচয় জানার জন্য চেষ্ঠা চলছে।