পার্লামেন্ট মেম্বারস ক্লাবের নির্বাহী কমিটির নির্বাচন-২০২৪ উপলক্ষে ২৫ সদস্যের প্যানেলের মনোনয়নপত্র জমা দিয়েছেন জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী। আগামী ৪ এপ্রিল মনোনয়নপত্র যাচাই-বাছাই এবং আগামী ৮ এপ্রিল পার্লামেন্ট মেম্বারস ক্লাবের নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
আজ মঙ্গলবার (২ এপ্রিল) মনোনয়নপত্র গ্রহণ করেন পার্লামেন্ট মেম্বার’স ক্লাব নির্বাহী কমিটির নির্বাচন-২০১৪ উপলক্ষে গঠিত নির্বাচন কমিশনের প্রধান নির্বাচন কমিশনার বেনজীর আহমেদ ও নির্বাচন কমিশনার সানজিদা খানম। এই প্যানেলের বাইরে আর কোনো প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন না বলে জানা গেছে।জাতীয় সংসদ নির্বাচনের ৯০দিনের মধ্যে ওই নির্বাচনের রেওয়াজ রয়েছে।জানা গেছে, জমা দেওয়া ওই প্যানেলে চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরীকে সভাপতি ও ক্যাপ্টেন (অব.) এ বি তাজুল ইসলাম সাধারণ সম্পাদক পদে আছেন।
প্যানেলে সহসভাপতি পদে এ বি এম ফজলে করিম চৌধুরী, হুইপ ইকবালুর রহিম ও মাহবুব আরা বেগম গিনি, সহ-সাধারণ সম্পাদক পদে হুইপ নজরুল ইসলাম বাবু, কোষাধ্যক্ষ পদে প্রতিমন্ত্রী নাহিদ ইজাহার খান এবং সদস্য পদে সাবেক চীফ হুইপ আ. স. ম. ফিরোজ, প্রতিমন্ত্রী রুমানা আলী ও জারা জাবীন মাহবুব আছেন।
দাইয়ানুর রহমান (সম্পাদক) তাপস কুমার ঘোষ (প্রকাশক) শিমুল হোসেন, (নির্বাহী সম্পাদক) আজহারুল ইসলাম-বাবলু হোসেন ( নির্বাহী সম্পাদক)
অফিসঃ পশ্চিম শেওড়াপাড়া- ইকবল রোড বাসা নং- ৪১৬/৪ মিরপুর ঢাকা-১২১৬,
Email: Info@sumoyersonlap.com, taposhg588@gmail.com,shimul00252@gmail.com
01715522822, 01728.855627, 01710118632, 01709255325
https://www.sumoyersonlap.com
কপি করা নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ।