এ,কে,এম,খোরশেদ আলম,নাটোর জেলা প্রতিনিধিঃ
নাটোরের নলডাঙ্গার হালতি বিলের অভয়াশ্রমে অবৈধভাবে মাছ শিকার করার সময় তিন লক্ষাধিক টাকা মূল্যের শতাধিক হুইল-বর্শি জব্দ করেছে উপজেলা মৎস্য বিভাগ ও উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।
উপজেলার হালতি বিলে অভয়াশ্রম(টাংকি) অভিযান পরিচালনা করে এ হুইল-বর্শি
গুলো জব্দ করা হয়। এই শতাধিক হুইল-বর্শির অনুমানিক মূল্য প্রায় তিন লক্ষ টাকা। পরে জব্দকৃত হুইল-বর্শিগুলো আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন,উপজেলা সহকারি কমিশনার(ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট আশিকুর রহমান। এসময় নাটোর জেলা মৎস কর্মকতা,ড. আবুল কালাম আজাদ,
নলডাঙ্গা উপজেলা মৎস্য কর্মকর্তা সঞ্জয় কুমার,নলডাঙ্গা সাব-জোনাল অফিসের সহকারী জেনারেল ম্যানেজার আল ইমরান আহমেদসহ অনেকে উপস্থিত ছিলেন।
উপজেলা মৎস্য কর্মকর্তা সঞ্জয় কুমার বলেন, উপজেলার হালতি বিলে অভয়াশ্রম(টাংকি) অভিযান পরিচালনা করে এ হুইল-বর্শি গুলো জব্দ করা হয়। এই শতাধিক হুইল-বর্শির অনুমানিক মূল্য প্রায় তিন লক্ষ টাকা। পরে জব্দকৃত হুইল-বর্শিগুলো জনসম্মুখে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
দাইয়ানুর রহমান (সম্পাদক) তাপস কুমার ঘোষ (প্রকাশক) শিমুল হোসেন, (নির্বাহী সম্পাদক) আজহারুল ইসলাম-বাবলু হোসেন ( নির্বাহী সম্পাদক)
অফিসঃ পশ্চিম শেওড়াপাড়া- ইকবল রোড বাসা নং- ৪১৬/৪ মিরপুর ঢাকা-১২১৬,
Email: Info@sumoyersonlap.com, taposhg588@gmail.com,shimul00252@gmail.com
01715522822, 01728.855627, 01710118632, 01709255325
https://www.sumoyersonlap.com
কপি করা নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ।