মোঃ মিজানুর রহমান চৌধুরী, নিজস্ব প্রতিনিধিঃ
Earn N Live এর টিউবওয়েল প্রজেক্ট এর মাধ্যমে
মানবিক, আন্তরিক ও ভালোবাসা দিয়ে বাংলাদেশের মানুষকে ভালোবাসেন লন্ডন প্রবাসী ফরিদা ইয়াসমিন জেসি ,
আলহামদুলিল্লাহ আর্ন এন্ড লিভ এর উদ্দোগে টিউবয়েল প্রজেক্ট ঝিনাইদহ।
আল্লাহ আমাদেরকে কবুল করুক, যারা অনুদান দিয়েছে,এবং যারা কাজটি সুষ্ঠ ও সুন্দর ভাবে সম্পন্ন করেছে। সেই ফ্রেন্ডস অফ আর্ন এন্ড লিভ দের।
কৃতজ্ঞতা প্রকাশ করছি Alamgir Hossain Shishir, Md Sabbir Hossain সহ ঝিনাইদহ টিমের সবার প্রতি। কৃতজ্ঞতা প্রকাশ করছি আমাদের টিমের কন্ঠের যাদুঘর Sayed Ismat Toha ভাই এর প্রতি। তিনি সেই শুরু থেকেই আর্ন এন্ড লিভের সকল কাজে ভয়েজ দিয়ে যাচ্ছেন ভলান্টারিলিলি। আল্লাহ উনাকে সুস্থ রাখুক।
আল্লাহ আমাদেরকে কবুল করুক এবংবেশি বেশি কাজ করার তৌফিক দান করুক।
আমাদের জন্য দোয়া করবেন এবং পাশে থাকবেন।
আমাদের সাথে থাকুন
দেশের বিভিন্ন জেলা হতে কেউ ফ্রেন্ডস অফ আর্ন এন্ড লিভ হতে চাইলে যোগাযোগ করুন ও সাথে থাকুন লিংক গুলোতে জয়েন হয়ে। আপনার হাতেও পৌঁছে যাবে আপনার এলাকার জন্য অনুদান। ইনশাল্লাহ আমাদের প্রতিনিধিকে জানিয়েছেন সবাইকে উদ্যোগ নিয়ে সংগঠনের পাশে দাঁড়ানোর জন্য
আর আমার আইডিতে ফলো করবেন আমার প্রফাইল
ফরিদা ইয়াসমিন জেসি
প্রতিষ্ঠাতা পরিচালক ।