আহসান উল্লাহ বাবলু সাতক্ষীরা জেলা প্রতিনিধিঃ
আশাশুনি উপজেলার বুধহাটায় অবস্থিত ‘মেসার্স রহমান ফিলিং স্টেশন’ থেকে গাড়িতে পেট্রোল নিয়ে বিপাকে পড়েছেন আশাশুনি স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোহাম্মাদ মিজানুল হক। তিনি দাবি করেন সেখান থেকে নেওয়া পেট্রলে অধ্যেক পানি ছিলো।
জানা গেছে সোমবার বেলা ১১টার দিকে ডাঃ মিজানুল হক বুধহাটার ‘মেসার্স রহমান ফিলিং স্টেশন’ থেকে ২০০০ টাকার প্রায় ২৩ লিটার পেট্রোল নেন তার গাড়িতে। পেট্রোল নেয়ার পর সেখান থেকে এক কিলোমিটার যেতেই গাড়িটির স্টার্ট বন্ধ হয়ে যায়।
প্রাথমিকভাবে স্থানীয় মিস্ত্রি দিয়ে অনেক চেষ্টার পরও গাড়ি স্টার্ট করতে ব্যর্থ হয়ে বুধহাটা থেকে পাওয়ার টিলারের পেছনে বেঁধে গাড়িটি সাতক্ষীরার একটি গ্যারেজে নেন তিনি। সেখানেও গাড়ির কোন যান্ত্রিক ত্রুটি খুঁজে পাওয়া যায়নি। সর্বশেষ গাড়িতে থাকা পেট্রোল বের করে দেখা যায় সেখানে প্রায় অর্ধেক পানি এবং বাকিটা পেট্রোল।
এসময় তিনি ঘটনাটি পেট্রোল পাম্প কর্তৃপক্ষকে অবহিত করলে পাম্প কর্তৃপক্ষ বিষয়টিকে আমলে নেননি।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোহাম্মদ মিজানুল হক বলেন, গাড়ির ভেতর থেকে সব পেট্রোল একটা ড্রামের মধ্যে নিয়ে দেখা গেছে অর্ধেক পানি আর অর্ধেক পেট্রোল। বিষয়টি তৎক্ষণাৎ পাম্প কর্তৃপক্ষকে অবহিত করলেও তারা কোন ভাবেই কর্ণপাত করেননি। পরে বিষয়টি আমি উপজেলা নির্বাহী অফিসার মহোদয়কে অব্যাহত করেছি। বিষয়টি নিয়ে ‘মেসার্স রহমান ফিলিং স্টেশন’ এর মালিকের সাথে কথা বলতে চাইলে তিনি হজ্জ্ব পালনের উদ্দেশ্যে দেশের বাহিরে থাকায় তার সাথে কথা বলা সম্ভব হয়নি।
পাম্পের ম্যানেজার মোহাম্মদ আলী বলেন, বিষয়টি আমি শুনেছি। আমরা পেট্রোল নিয়ে আসি খুলনা থেকে। এই মুহূর্তে যদি বলি আমাদের পেট্রোলে পানি ছিলো তাহলে আমরা অপরাধী হয়ে যাব। খুলনায় কথা বলার পরেই আমরা আপনাদেরকে পেট্রোলের পানি মিশানো ছিলো কি-না সেটা নিশ্চিত করে বলতে পারবো।