শিমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক।
সাতক্ষীরা জেলার কালিগঞ্জ থানার কুলিয়া দুর্গাপুরের শেখ আফসার আলী ও মোছাঃ মর্জিনা খাতুন এর ছোট ছেলে, শেখ ইসরাফিল, সাতক্ষীরা জেলা টিমের অনূর্ধ্ব ১৬ তে চান্স পেয়েছে, সে সাংবাদিক দের জানাই বর্তমানে সে ভদ্রখালী মাধ্যমিক বিদ্যালয় ৮ম শ্রেণীতে অধ্যায়নরত।
তার পরিবারে সদস্য সংখ্যা পাঁচজন দুই ভাই ও এক বোনের মধ্যে সে সর্বকনিষ্ঠ,ক্রিকেট খেলার প্রবল ইচ্ছা থেকে মাত্র(৭) বছর বয়সে ব্যাট হাতে নিয়ে তার যাত্রা শুরু, ইতিমধ্য সে অনেকগুলো ফ্রেন্ডশিপ ম্যাচ, টুর্নামেন্ট, T-20, ওয়ানডে ম্যাচ এ, ম্যান অফ দা ম্যাচ ও ম্যান অফ দা সিরিজ হয়েছে।
সে T-20 তে সর্বোচ্চ ১০৯ রান ও ৬ উইকেট নিয়েছে, এবং ওয়ানডেতে বেস্ট ৬৬ রান ও ৫ উইকেট পেয়েছে, সে বাহাতি ব্যাট ও বল করে, ক্রিকেট এর প্রতি অফুরন্ত ভালোবাসা ও খেলার ইচ্ছে থাকলেও পরিবারের অসচ্ছলতার কারণে সেটি বাঁধাগ্রস্থ হচ্ছে, কিন্তু তার গ্রামের দুই বড় ভাই রাইসুল ও আব্দুল আলীম তাকে উৎসাহ প্রদান এবং সহযোগিতা করে,সে সবার কাছে দোয়া ও সহযোগিতা চায়,এখন তার একটাই স্বপ্ন বাংলাদেশের হয়ে জাতীয় দলে ক্রিকেট খেলবে।।