|| অপেক্ষা ||
মাহ্জাবীন মিতি
দরজা খুলে রেখেছি
তুমি চাইলেই আসতে পারো
তোমার সব দ্বিধা- দ্বন্দ্ব, অভিমান বন্ধক রেখে।
চাইলেই ভিজতে পারো
আমার আঁখির কাজল জলের
কালো সেই দীঘিতে..
চাইলেই ছুঁয়ে দিতে পারো
সিন্দুক বন্দী কষ্টগুলোকে
তোমার আংগুল দিয়ে…
দরজা খুলে রেখেছি
তুমি চাইলেই ছিনিয়ে নিতে পারো
আমার জমিয়ে রাখা স্বপ্নগুলো..
যা ছিল একান্তই আমার..
চাইলেই রঙিন করে দিতে পারো
আমার মনের সাদা ক্যানভাসটাকে
হাজার রঙ-এর তুলির আঁচড়ে..
আমার স্যাঁতসেঁতে মরিচাধরা জীবনকে
তোমার অনুভূতির ছাঁচে ফেলে..
এই আমাকে দিতে পারো নতুন এক জীবন
দরজা খুলে রেখেছি,
এই আমি দরজার ওপাশটায়, অপেক্ষায় আছি
শুধু তোমার পায়ের আওয়াজ শোনার জন্যে…