মোঃ আরিফুজ্জামান সাগর, নিজস্ব প্রতিনিধিঃ
অবৈধভাবে ক্ষমতা দখলকারীরা সবকিছু ধ্বংস করে দিয়ে যায়। সোমবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে ৭৪ তম বুনিয়াদী প্রশিক্ষণ সমাপনী সনদ বিতরণ অনুষ্ঠানে একথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সরকারি অফিসগুলোতে দুর্নীতি প্রতিরোধ ও সুশাসন নিশ্চিতের ব্যবস্থা করা হয়েছে বলে এসময় দাবি করেন তিনি। ৮৯
শেখ হাসিনা বলেন, ১৪ বছর আগের বাংলাদেশ আর নেই। তৃণমূল পর্যায়ে উন্নয়নের ধারা পৌঁছেছে। যা অব্যাহত রাখতে নবীন সরকারী কর্মকর্তাদের মেধা ও উদ্ভাবনী শক্তি কাজে লাগিয়ে অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালনের আহ্বান জানান।
বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে, ছয় মাস ব্যাপী ৭৪ তম বুনিয়াদী প্রশিক্ষণ কোর্সে অংশ নেয় ১১ টি ভিন্ন ক্যাডারের ৮৯ জন প্রশিক্ষণার্থী। নিজ কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ কৃতিত্বের সাথে প্রশিক্ষণ শেষ করা অংশগ্রহণকারীদের সনদপত্র ও মেডেল তুলে দেন প্রধানমন্ত্রী।