আরিফুল ইসলাম রিয়াজ, মোল্লাহাট, বাগেরহাট:
বাগেরহাটের মোল্লাহাটে র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে জাতীয় দুর্যোগ প্রশমন দিবস ২০২৩ পালিত হয়েছে। “অসমতার বিরুদ্ধে লড়াই করি-দুর্যোগ সহনশীল ভবিষ্যৎ গড়ি” এ প্রতিপাদ্যের আলোকে উপজেলা প্রশাসনের আয়োজনে ১৩ অক্টোবর শুক্রবার সকাল ১১ টায় এ দিবস পালিত হয়। দিবসটি পালনে অনুষ্ঠিত র্যালি বিভিন্ন সড়ক ঘুরে শুরুর স্থল উপজেলা পরিষদ চত্বরে ফিরে শেষ হয়। এরপর উপজেলা নিবার্হী কর্মকর্তার কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নিবার্হী কর্মকর্তা শোভন সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান শাহীনুল আলম ছানা। এছাড়া উপস্থিত ছিলেন, ভাইস চেয়ারম্যান মোঃ সেলিম মোল্লা, পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ আশ্রাফ আলী, ইউপি চেয়ারম্যান শিকদার উজির আলী, শেখ রেজাউল কবির, পল্লী বিদ্যুতের ডিজিএম মোঃ সিদ্দিকুর রহমান, প্রেসক্লাব মোল্লাহাটের সাধারণ সম্পাদক এম এম মফিজুর রহমান, সাংবাদিক আবদুল্লাহ ফারুক, ইউপি সদস্য মোঃ কামরুল ইসলাম মোল্লা প্রমুখ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মফিজুর রহমান সজল।