মোহাম্মদঃ আতিকুল্লাহ চৌধুরী, চট্টগ্রাম প্রতিনিধিঃ
কল্যাণমুখী সমাজ বিনির্মাণে নিবেদিত দেশের ঐতিহ্যবাহী দীন-দরদী সেবামূলক সংগঠন আল-আমিন সংস্থার উদ্যোগে হাটহাজারী পার্বতী মডেল সরকারি উচ্চ বিদ্যালয় ময়দানে
তিনব্যাপী ঐতিহাসিক তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
১ লা নভেম্বর বুধবার থেকে শুরু হয় তাফসির মাহফিল ৩ নভেম্বর শুক্রবার দুপুর ২টা থেকে মুহাম্মদ আহসান উল্লাহ, মাওলানা মাহমুদুল হোসাইন ও মাওলানা রিজওয়ান আরমানের সঞ্চালনায় মাওলানা কারী সাইদুল ইসলাম আসাদ এর তেলাওয়াত এবং মাওলানা কারী মুঈনউদ্দীন এর উদ্বোধনের মাধ্যমে সমাপনী দিবসের করার্যক্রম শুরু হয়।
মুফতী জসীমউদ্দিন, মাওলানা মাহমুদুল হাসান ফতেপুরী, মাওলানা মীর মুহাম্মাদ কাসেম, মাওলানা শামছুদ্দৌহা চৌধুরীর ধারাবাহিক সভাপতিত্বে সমাপনী দিবসের কার্যক্রম পরিচালিত হয়।
তিনদিনব্যাপী তাফসীর মাহফিলে তাফসীর পেশ করেন, আল্লামা রশিদুর রহমান ফারুক, মাওলানা ড. আ.ফ.ম. খালিদ হোসেন, মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী, মাওলানা মুফতি সাখাওয়াত হোসেন রাজী, মাওলানা আশরাফ আলী নিজামপুরী, মাওলানা ড. নুরুল আবছার আজাহারী, মাওলানা ইসমাইল খান, মাওলানা সিরাজুল্লাহ মাদানী,
মাওলানা কেফায়েতুল্লাহ আজহারী, মাওলানা আব্দুল মান্নান ওসমানী, মাওলানা গাজী সানাউল্লাহ রাহমানী, মুফতি ফেরদাউসুর রহমান, মাওলানা আব্দুল্লাহ আল মারুফ, মাওলানা আব্দুল আজিজ, মাওলানা মুফতী মুহাম্মদ, মাওলানা আবু আহমদ, মাওলানা আব্দুচ্ছমি, মাওলানা শোয়াইব বিন ইয়াহইয়া, মুফতী রাশেদ, মাওলানা আনওয়ার শাহ আজহারী, আল্লামা সালাহউদ্দীন নানুপুরী, মাওলানা আবদুল বাসেত খান, মাওলানা মুফতি মুস্তাকুন নবী, মাওলানা মুফতি হাবিবুল্লাহ মাহমুদ কাসেমী, মাওলানা মুফতি রাফি বিন মুনির, মাওলানা আনিসুর রহমান আশরাফি, মাওলানা মুফতী সোলামাইন,মাওলানা মাহমুদুল হোসাইন, মাওলানা মুফতী রাশেদ প্রমুখ।