বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫, ০৪:১১ পূর্বাহ্ন
শিরোনামঃ
মুন্সীগঞ্জে মাদক মামলার আসামীর ৫ বছরের কারাদণ্ড দিয়েছেন চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট অসুস্থ সাংবাদিক লিটন মাহমুদকে দেখতে মুন্সীগঞ্জ এলেন সোনিয়া দেওয়ান প্রীতি জুসের সাথে ঘুমের ঔষধ খাইয়ে অচেতন: ৩ আসামির প্রত্যেককে ৫ বছরের কারাদণ্ড হলিউডের Rags to Riches মু‌ভি‌তে মুন্সীগ‌ঞ্জের আর পি রুবেল জিয়া নাগরিক ফোরাম (জিনাক) এর মুন্সীগঞ্জ জেলা সভাপতি হাসেম  জুলাই বিপ্লবের অন্যতম কারিগর জাজাকাল্লাহ সাথে দৈনিক মুন্সিগঞ্জের বার্তার সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ  মুন্সীগঞ্জে টঙ্গীবাড়ী উপজেলা যুবদলের উদ্যোগে  বনভোজন  অনুষ্ঠিত । ফিলিস্তিনে গণহত্যা বন্ধের দাবিতে মুন্সীগঞ্জ আইনজীবী সহকারীদের মানববন্ধন  মুন্সীগঞ্জে বিএনপির দুই গ্রুপের দ্বন্দ্বে আওয়ামী লীগের শীর্ষ সন্ত্রাসীরা চরকেওয়ারে‎ শ্রীনগর থানা পরিদর্শনে মুন্সীগঞ্জ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট গাজী দেলোয়ার হোসেন

আজ মুন্সিগঞ্জের এই ৬৩ এলাকায় ৭ ঘন্টা বিদ্যুৎ থাকবে না ।

রিপোর্টার নামঃ
  • আপডেট সময় শনিবার, ১৬ মার্চ, ২০২৪
  • ১২৯ বার পঠিত

মুন্সীগঞ্জ প্রতিনিধিঃ

ব্রীজ নির্মাণ এবং রাস্তা সম্প্রসারণ কাজের জন্য আজ শনিবার (১৬ মার্চ) মুন্সীগঞ্জ সদরের ৬৩টি এলাকায় সকাল ১০ টা থেকে
বিকাল ৫টা পর্যন্ত ৭ ঘন্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে বলে জানিয়েছে পল্লী বিদ্যুৎ সমিতি।
গতকাল ১৫ই মার্চ (শুক্রবার) সন্ধ্যায় মুন্সীগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম প্রকৌশলী মো. এনামুল হক স্বাক্ষরিত পত্রে এ তথ্য জানানো হয়।

সেখানে বলা হয় মিরকাদিম এলাকায় এলজিইডি কর্তৃক একটি ব্রীজ নির্মাণ এবং রাস্তা সম্প্রসারন কাজের জন্য মিরকাদিম- মুন্সীগঞ্জ ৩৩ কেভি লাইনে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
যেসকল এলাকায় আজ ৭ ঘন্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে সেগুলো হলো- মুক্তারপুর ফেরী ঘাট, নয়াগাঁও, মিরেশ্বর- বাগবাড়ি, গোসাইবাগ, প্রে.প্র. ড. ইয়াজ উদ্দিন আহম্মেদ স্কুল এন্ড কলেজ, ফায়ার সার্ভিস, পুলিশ লাইনস্, সদর উপজেলা পরিষদ এরিয়া,ইদ্রাকপুর, হাটলক্ষ্মীগঞ্জ, নয়াপাড়া, বাগমামুদালীপাড়া, সুপার মার্কেট, মুন্সীগঞ্জ থানা, মালপাড়া, জমিদারপাড়া, মুন্সীগঞ্জ বাজার, কাচারি মার্কেট, মসজিদ মার্কেট,পৌরসভা কার্যালয়, খালইষ্ট, উত্তর
ইসলামপুর, দক্ষিন ইসলামপুর, চরকিশোরগঞ্জ, চরহোগলা,
মালদ্বীপ,গুচ্ছগ্রাম, মোল্লারচরসহ আশপাশের এলাকা।রমজানবেগ, পূর্ব শীলমন্দি, উত্তর চরমুগুরা, দক্ষিণ চরমুগুরা, আলীরটেক, চরঝাপটা, কাউয়াদী, বর্ষারচর, ফুলতলা, টরকী ইসলামপুরসহ আশপাশের এলাকা।

কাটাখালী, গুহেরকান্দি,হামিদপুর,
ভিটিহোগলা, হোগলাকান্দি, চরকেওয়ার,সাতানিখিল, বাগেশ্বর, মাকুহাটী, নুরাইতলী,মহাকালী, লোহারপুল, ঘাষিপুকুরপাড়, রনছ হাওলাপাড়া, ভিটিশীলমন্দির, মুন্সীরহাট বাজার, জসিমনগর, বাইদাবাড়ী, চর শীলমন্দি,
চরহায়দ্রাবাদ, পাঁচঘরিয়াকান্দিসহ আশপাশের এলাকা।
রনছ সরকারবাড়ী, ভিটিশীলমন্দির, মুন্সীরহাট বাজার, জসিমনগর, বাইদাবাড়ী, চর শীলমান্দি, চরহায়দ্রাবাদ, পাঁচঘরিয়াকান্দিসহ আশপাশের
এলাকা।

 

সাংবাদ পড়ুন ও শেয়ার করুন

আরো জনপ্রিয় সংবাদ

© All rights reserved © 2022 Sumoyersonlap.com

Design & Development BY Hostitbd.Com

কপি করা নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ।