মোঃ মিজানুর রহমান চৌধুরী , নিজস্ব প্রতিনিধঃ
আনন্দ টিভির প্রতিবেদ আব্বাস উদ্দিনের মৃত্যুতে বাংলাদেশ সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সংস্থা কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে শোক প্রকাশ,
৩ জুলাই সোমবার দুপুর ২:৩০ এ আনন্দ টিভির গাজীপুরের বিশেষ প্রতিবেদক, বাংলাদেশ সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সংস্থা কেন্দ্রীয় কমিটির সহ- সভাপতি, আব্বাস উদ্দিন স্ট্রোক করে মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার মৃত্যুতে বাংলাদেশ সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সংস্থা কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন।
সোমবার বিকেলে, সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সংস্থা কেন্দ্রীয় কমিটির সভাপতি ও এশিয়ান টিভির স্টাফ রিপোর্টার আবুবকর ছিদ্দিক , সাধারণ সম্পাদক শামসুল আলম , সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব মোঃ মিজানুর রহমান চৌধুরী সহ সকল সাংবাদিক বিন্দু পক্ষ গভীর শোক প্রকাশ ও শোকার্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন । শোক বার্তায় বলেন: আব্বাস উদ্দীন একজন প্রতিশ্রুতিশীল, বস্তুনিষ্ঠ ও সংগঠন প্রিয় সাংবাদিক ছিলেন, তার এ মৃত্যুতে আমাদের অপূরণীয় ক্ষতি সাধিত হয়েছে।
তিনি সোমবার সকালে স্টোক করলে তাকে প্রথমে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে ভর্তি করানো হয়, পরে অবস্থা অবনতি হলে ঢাকা বক্ষব্যাধি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। আব্বাস উদ্দিন জীবদ্দশায় বিভিন্ন সাংবাদিক ও সামাজিক সংগঠনের সাথে জড়িত থেকে বিশেষ অবধান রাখেন। মৃতুর সময় তিনি বাংলাদেশ সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সংস্থা কেন্দ্রীয় সহ-সভাপতির পাশাপাশি বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশনের গাজীপুর মহানগরের সভাপতি ও আনন্দ টিভির বিশেষ প্রতিবেদক ছিলন।
মৃত্যুকালে তিনি এক স্ত্রী, দুই ছেলে সন্তান সহ বহু গুণগ্রাহী রেখে গেছেন।
তার প্রথম জানাজার নামাজ বাদ আসর গাজীপুর চান্দনা চৌরাস্তার বাসার পাশে মসজিদ মাঠে অনুষ্ঠিত হয়েছে। দ্বিতীয় জানাজা তার গ্রামের বাড়ি কুমিল্লার চাঁদপুরে অনুষ্ঠিত হয়েছে।
এবং তাকে চাঁদপুরে তার পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে ।
তার রুহের মাগফেরাত কামনা করে পরিবারের পক্ষ থেকে সকলের কাছে দোয়া চেয়েছেন। আমিন।