মোঃ সবুজ খান, মির্জাপুর টাঙ্গাইলঃ
আমি গর্বিত আমি একজন নারী।
আমার লক্ষ্য স্থির, জীবন থেকে শিক্ষা নিয়ে পরবর্তী পথ ,সকল বন্ধুর পথ,কণ্টকাকীর্ণ পথকে ধৈর্য্যের সাথে সমতল ও প্রশস্ত করে সামনের দিকে এগিয়ে চলা।
সৎ ও নির্লোভ মানুষের পথ চলা কঠিন হলেও আবার সহজও বটে।
টেনে হিঁচড়ে নামাতে যাওয়া মানুষগুলো কেনো যেনো কিছুতেই স্বস্তি আর তৃপ্তি খোঁজে পায় না,মনে করে এই বুঝি কম হয়ে গেলো। ওরা বুঝতেই পারে না নারীরা সব জায়গায় বঞ্চিতের দলে, এদের মনোবল ভেঙে দেওয়া এত সহজ নয়।
নারীরা ধৈর্য্যশীল।
ধৈর্য্যের সাথে সততার সাথে শ্রম দিয়ে এগিয়ে চল নারী সমাজ।
ঘরে বাইরে সব জায়গায় এই সমাজকে,এই দেশকে রাঙিয়ে তোল নারী।
পরম করুনাময় ধৈর্য্যশীলদের সাথেই আছেন।
আন্তর্জাতিক নারী দিবস ২০২৪ এর শুভেচ্ছা ।