বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫, ০৮:০২ অপরাহ্ন
শিরোনামঃ
সেরা সংবাদকর্মী-২০২৪ অর্জন করলেন কবি ও সাংবাদিক মোঃ শফিকুল ইসলাম মাছের ঘের কাটার নামে রাজগঞ্জ-ঝিকরগাছা সড়কের ধারে রোপন করা ছোট ছোট প্রায় শতাধিক তালগাছ নিধন কালিগঞ্জ আলোর পথিক ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র বিতরণ হাটহাজারী পৌরসভা ব্যবসায়ী সমিতির যুগ্ম আহবায়ক হওয়ায় মোহাম্মদ নুরুন্নবী চৌধুরী নুরুকে সংবর্ধনা কালিগঞ্জের পল্লীতে দিনের আলোতে সরিষা ক্ষেত নিধন করার অভিযোগ উঠেছে টুটুলের বিরুদ্ধে পরিচ্ছন্ন স্কুল থেকে পরিচ্ছন্ন শহর: তারুণ্যের হাত ধরে পঞ্চগড়ের স্বপ্নযাত্রা ছিপাতলী ইউনিয়ন কৃষক দলের কৃষক সমাবেশ অনুষ্ঠিত গাজীপুরের পূবাইলে আণ্ডার পাস নির্মাণের দাবিতে মানববন্ধন সাতক্ষীরা আহছানিয়া মিশনে দুর্নীতিবাজ কমিটির অপসারণের দাবি ঞ্চগড়ে সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প ও শীতবস্ত্র বিতরণ

আমার বুকের ধন এনে দেন!

রিপোর্টার নামঃ
  • আপডেট সময় সোমবার, ১০ এপ্রিল, ২০২৩
  • ১৮৮ বার পঠিত

আলী আজীম, মোংলা (বাগেরহাট):

জীবনের তাগিদে সুন্দরবনে মাছ ধরতে গতো শুক্রবার (৭ এপ্রিল) শুক্রবার বাড়ি থেকে রওনা হয়েছিল আপন দুই ভাই সাগর নাথ (২৫) ও হিলটন নাথ (১৮) সহ আরো দুজন। অবৈধ ভাবে মাছ শিকারের দায়ে বড়ো ভাই সাগর নাথ সহ বাকি দুজন বন রক্ষিদের হাতে আটক হলেও নিখোঁজ রয়েছে সাগর নাথের আপন ছোট ভাই হিলটন নাথ। নিখোঁজ হিলটন নাথ মোংলা উপজেলার চিলা গ্রামের দিনমজুর মিঠু নাথের ছেলে। নিখোঁজ হিলটনের সন্ধানে তার পরিবার সহ এলাকা বাসি পশুর নদী ও সুন্দরবনের আশে পাশে খুজেঁ বেরাচ্ছেন। নিরুপায় হয়ে সন্তানকে ফিরে পেতে স্থানীয় প্রশাসনের কাছে আকুতি জানিয়েছেন মা।

হিলটন নাথের চাচা স্বপন নাথ জানান হিলটন মোংলা ইপিজেডের কর্মরতো একজন শ্রমিক। শুক্রবার রাতে তার বড়ো ভাই সহ আরো দুজন সুন্দরবনের খালে মাছ ধরতে রওনা হলে তাদের সাথে মাছ ধরতে যায় হিলটন। সকাল বেলা আমরা জানতে পারি সুন্দরবনে মাছ ধরার অপরাধে সাগর নাথ সহ আরো দুজনকে বন রক্ষিরা আটক করে নিয়ে গেছে। এ সময় তাদের সাথে দেখা করে হিলটন কোথায় আছে জানতে চাইলে সাগর সহ অন্যরা জানায় রাতে বনরক্ষিরা তাদের আটককালে হিলটন সহ তারা ভয়ে নদীতে ঝাঁপ দেয় , কিন্তু তাদের তিন জনকে বনরক্ষিরা আটক করতে পারলেও হিলটনকে পায়নি। শনিবার ( ৮ এপ্রিল) থেকে আমরা পরিবারের লোক জন সহ এলাকা বাসি হিলটনকে নদী এবং জঙ্গলে অনেক খোজা খু্জিঁ করেও এখনো তার কোন সন্ধান পাইনি। এখন পযন্ত সে মরে গেছে নাকি বেচেঁ আছে তাও বলতে পারছিনা।

দারিদ্র্যের কষাঘাতে জর্জরিত মাঝ বয়সী নিখোঁজ হিলটনের বাবা মিঠুনাথ কান্নাজড়িত কন্ঠে বলেন আমার দুইটা ছেলে বড়ো ছেলেটা মাছ ধরতে গিয়ে মামলা খেয়ে জেলে আছে, আর ছোট ছেলেটা নিখোঁজ রয়েছে। জানিনা আমার বুকের মানিক বেচেঁ আছে নাকি মরে গেছে। শনিবার থেক আজ পযন্ত গ্রাম বাসি অনেক খোজা খুজিঁ করেও আমার মানিককে খুজেঁ পায়নি। আপনারা আমার বুকের ধনকে খুজে পেতে আমাকে সহায়তা করুন। জীবিত না পারলেও মৃত লাশটা অন্তত আমাকে এনে দেন।

পূর্ব সুন্দরবনের চাদঁপাই রেঞ্জ সহকারি বন সংরক্ষক (এসিএফ) মাহাবুব হাসান জানান অবৈধ ভাবে সুন্দরবনের করমজলের ৮ নং খালে মাছ শিকার কালে বনরক্ষিদের হাতে অসিম শেখ, জাকির শেখ ও সাগর নাথ নামে তিন জনকে নৌকা সহ আটক করা হলেও এ সময় আর কাউকে নৌকায় পাওয়া যায়নি। আটককৃতদের সাথে আর কেউ আছে কিনা জানতে চাইলে তারা তা অস্বিকার করে বলেন তাদের সাথে আর কেউ ছিলনা। এবং নিখোঁজ ব্যক্তির সম্পর্কে তাদের পরিবার থেকে কেউ কিছু জানায়নি।

করমজল বন্যপ্রানি প্রজনন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা আজাদ কবির জানান সোমবার (১০ এপ্রিল) চিলা এলাকার কিছু লোক আমাকে এসে জানায় মাছ ধরতে এসে হিলটন নামে তাদের একজন লোক নিখোঁজ রয়েছে তার সন্ধান পেতে সহায়তা চাইলে আমি আমার উর্ধতন কর্মকর্তাদের সাথে কথা বলে তাদের সাথে আমাদের বনরক্ষিদের বনে এবং নদীতে পাঠিয়েছি।

 

সাংবাদ পড়ুন ও শেয়ার করুন

আরো জনপ্রিয় সংবাদ

© All rights reserved © 2022 Sumoyersonlap.com

Design & Development BY Hostitbd.Com

কপি করা নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ।