মোহাঃ আতিকুল্লাহ চৌধুরী, রাউজান প্রতিনিধিঃ
আমি চেয়ারম্যান নয় আমি একজন সেবক কারো
অভিভাবক কারো দোস্ত বা কারো বন্ধু জনাব আবদুর রহমান চৌধুরী আসন্ন কুরবানি উপলক্ষে রাউজানে আত- তাকওয়া যুব কাফেলার উদ্দ্যোগে পবিত্র ঈদুল আযহার ফজিলত ও তাৎপর্য বিষয়ক মাহফিল ২৭শে মে সোমবার ডাবুয়া কান্দিপাড়া আরবীয়া ফয়জুল উলুম মাদ্রাসার জামে মসজিদে অনুষ্ঠিত হয়েছে এতে সভাপতির বক্তব্যে তিনি বলেন আমি ২নং ডাবুয়া ইউনিয়নের চেয়ারম্যান হিসেবে দীর্ঘ ২৭বছর ধরে এই পর্যন্ত আপনাদের সেবায় নিয়জিত আছি, আমি আকিদাগত ভাবে কওমী তাই রাউজানে প্রায়২৮টা কওমী মাদ্রাসা রয়েছে সবার সাথে আমার খুব ভালো সম্পর্ক। তিনি বলেন আমি আমার নিজের অর্থ করছ করে প্রতিটা মুহুত্ব সামাজ সেবার কাজে লাগাই, গ্রামের হতদরিদ্র অসহায় শিক্ষার্থীদের লেখাপড়ার খরচ ও গরীব অসহায় মেয়েদের বিবাহের ব্যাবস্থা সহ ইত্যাদি কাজে ব্যায় করি। তিনি তরুক যুবকদের উদ্দেশ্যে বিনিত অনুরোধ করে বলেন আপনারা পিতা মাতার সেবা যত্ন করবেন, কখনো তাদের কষ্ট দিবেন না, বর্তমানে দেখা সন্তানেরা পিতা -মাতা কে বাদ দিয়ে নিজের স্ত্রী ও ছেলে কে প্রধান দেয়। পিতা – মাতাকে কষ্ঠ দিলে আল্লাহ তায়ালা ও নারাজ হন- যতক্ষণ মাতা – পিতা ক্ষমা করবেনা তাহলে আল্লাহ তায়ালা ও ক্ষমা করবেন না সুতরাং আপনাদের বলছি পিতা মাতাকে কখনো কষ্ঠ দিবেন না, একদিন আপনাদের ও ছেলে সন্তান হবে তখন তারা আপনার সাথে ঐভাবে আচারণ করবে যেইভাবে আপনি আপনার মাতা- পিতার সাথে করেছেন এছাড়া তিনি বলেন আপনারা সব সময় সচেতন থাকবেন এলাকায় যাতে কোন ধরণের খারাপ কাজ না হয়, ছোট দের স্নেহ ভালোবাসা দেখাবেন।