সোলাইমান হাটহাজারী চট্টগ্রাম প্রতিনিধিঃ
স্মার্ট ভূমিসেবা” ভূমি মন্ত্রণালয় প্রতিপাদ্য সামনে
রেখে ভূমি মন্ত্রণালয়ের উদ্যোগে গতকাল (সোমবার) থেকে শুরু হয়েছে ভূমিসেবা সপ্তাহ ২০২৩।সারাদেশে ন্যয় হাটহাজারীতেও এ সেবার
উদ্বোধন হয়েছে। উপজেলায় ভূমি অফিসের আয়োজনে সোমবার সকালে উপজেলার নির্বাহি কর্মকর্তা শাহিদুল আলম ফিতা কেটে এ উদ্বোধন করেন। এতে উপজেলা সরকারী ভূমি কমিশনার আবু রায়হানের সভাপতিত্বে এ সভার প্রধান অতিথি বক্তব্যে রাখেন, নির্বাহী কর্মকর্তা সাহিদুল আলম। বিশেষ অতিথি বক্তব্য রাখেন উপজেলার
মুক্তিযোদ্ধা কমান্ডার নুরুল আলম, ফতেপুর ইউপি চেয়ারম্যান জায়নুল আবেদীন সাংবাদিক কেশব কুমার বড়ুয়া সাংবাদিক মোঃ বোরহান উদ্দীন।
এসময় বক্তারা বলেন ই নামজারী ও ভূমি নিয়ে
জটিলতা নিরসন বিভিন্ন অভিযোগের ইতি টানতে
সরকার স্মার্ট ভূমিসেবা সপ্তাহ চালু করেছে।
এসেবার মাধ্যমে ই নামজারী খাজনা পরিশোধসহ
যে কোন সেবা ঘরে বসে গ্রহণ করতে পারবে। অন্যর মাধ্যম নয় কিংবা অতিরিক্ত টাকা দিয়ে
প্রতারিত না হয়ে দ্রুত এ সেবা নেওয়ার অনুরোধ
জানানো হয় সবাইকে। যে কোন সেবার গ্রহণ প্রয়োজনে যে কোন অভিযোগ সরাসরি সহকারী
ভূমি কর্মকর্তাকে অবহিত করার কথাও উল্লেখ করেন বক্তারা।