বুধবার, ০৬ নভেম্বর ২০২৪, ০৭:৩৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
মুন্সীগঞ্জের গজারিয়ায় যৌথ বাহিনীর অভিযানে এক ভুয়া ক্যাপ্টেন আটক  আ’লীগ নেতাকর্মীর নামে মামলা করায় বিএনপি নেতাকে হত্যার হুমকি  সুন্দরগঞ্জে কর্মরত সাংবাদিকদের সাথে থানার ওসির মতবিনিময়  চিতলমারীতে হেনা আক্তার নামে গৃহবধুর ঝুলন্ত লাশ উদ্ধার  তাহিরপুরে সুনামগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটিকে স্বাগত জানিয়ে কলাগাঁও বাজারে আনন্দ মিছিল গাজীপুরে গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার যুবদলের কর্মীসভায় ককটেল বিস্ফোরণ: আহত ৩, আটক ২ সুনামগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য হওয়ায়’আনিসুল হক কে অভিনন্দন জানিয়েছেন মো.মিয়া হোসেন বোয়ালখালী শ্বশুরবাড়িতে বিদ্যুস্পৃষ্টে যুবকের মৃ-ত্যু  সুনামগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল

আ’লীগ নেতাকর্মীর নামে মামলা করায় বিএনপি নেতাকে হত্যার হুমকি 

রিপোর্টার নামঃ
  • আপডেট সময় মঙ্গলবার, ৫ নভেম্বর, ২০২৪
  • ২১ বার পঠিত

ফরিদপুর প্রতিনিধিঃ

ফরিদপুরের আলফাডাঙ্গায় আ’লীগ নেতাকর্মীর নামে মামলা করায় বিএনপির সদস্য সচিব(স্থগিত) নুরজামাল খসরুকে প্রকাশ্যে হত্যার হুমকি দিয়েছে যুবলীগ সাবেক সভাপতি আবু হাসান নামের এক আওয়ামিলীগ নেতা। এঘটনায় বিএনপি নেতা খসরু থানায় নিজের নিরাপত্তা চেয়ে সাধারণ ডায়েরি করেছে।

মঙ্গলবার ৫ নভেম্বর দুপুর ২ টার দিকে উপজেলার পৌর সদর বাজারের থানা মার্কেটের রিনিয়ার চা দোকানের মধ্যে একাধিক মানুষের সামনে খসরুকে প্রকাশ্যে এই হুমকি দেয়া হয়।

খোজ নিয়ে যায়, ৫ আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যাবার পর আবার দেশে ফিরছেন এমন খবরে গত ১৩ আগস্ট সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত আলফাডাঙ্গা, বোয়ালমারী ও গোপালগঞ্জের কাশিয়ানির নেতা কর্মীরা আলফাডাঙ্গা সদর বাজারের বাসস্ট্যান্ড থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় পর্যন্ত বিভিন্ন রাস্তায় রাস্তায় দেশীয় অস্ত্র নিয়ে মিছিল করে। এরই ধারাবাহিকতায় গত ২৭ অক্টোবর আলফাডাঙ্গা উপজেলা বিএনপির সদস্য সচিব মো. নুর জামাল খসরু বাদী হয়ে পৌর আওয়ামীলীগের সভাপতি এবং সাবেক মেয়র সাইফুর রহমনান সহ ৩৮ জনের নাম উল্লেখ করে ফরিদপুর দ্রুত বিচার আদালতে মামলার আবেদন করেন। এই মামলার ঘটনাকে কেন্দ্র করে বুড়াইচ ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি আবু হাসান বিএনপি নেতা খসরুকে মেরে ফেলার হুমকি দেয়।

এব্যাপারে নামপ্রকাশে অনিচ্ছুক প্রত্যক্ষদর্শী অনেকেই বলেন, সবাই আমরা নিজেরা নিজেরা। একটা ভুলবুঝাবুঝি হতেই পারে তাবলে এভাবে খসরু ভাইকে ঘিরে ধরে মারতে যাওয়া এবং ভাইকে হত্যা করে লাশ মধুমতীতে ফেলে দিবে এমন হুমকি দেয়াটা মোটেও ঠিক হয়নি।

এবিষয়ে ভুক্তভোগী বিএনপি নেতা নুরজামাল খসরু বলেন, পৌর আওয়ামীলীগের সভাপতি এবং সাবেক মেয়য় সাইফুর রহমানের চাচা আবু হাসান বুড়াইচ ইউনিয়নের সাবেক যুবলীগের সভাপতি ছিলেন। দলীয় পদ এবং ভাতিজার ক্ষমতাবলে আওয়ামিলীগ শাসনামলে চাঁদাবাজি, সাধারণ মানুষের সম্পদ লুট ও ত্রাস সৃষ্টি করে জীবিকা নির্বাহ করতো। এছাড়াও থানায় একাধিক ছিনতাই মামলা তার নামে ছিলো। আবু হাসান আমাকে মামলা উঠিয়ে না নিলে খুন করে মধুমতী নদীতে আমার লাশ ভাসিয়ে দেয়ার হুমকি দিয়েছে। এমত অবস্থায় আমি নিরপত্তাহীনতায় ভূগছি এবং থানায় সাধারণ ডায়েরি করেছি।

হুমকির বিষয়ে যুবলীগের সাবেক সভাপতি আবু হাসান মিয়াকে ফোন দিলে তিনি জানান, জিডিতে যা লেখা আছে সেটাই সত্যি বর্তমান প্রেক্ষাপটে সত্য। আমি হোন্ডায় আছি পরে কথা বলব এ বিষয়ে।

আলফাডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) এ বিষয়ে বলেন, বিএনপি নেতা খসরুকে হুমকির বিষয়টি আমি জানতে পেরেছি, থানায় লিখিত অভিযোগ হয়েছে। বিষয়টি তদন্ত করে আমরা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব।

সাংবাদ পড়ুন ও শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো জনপ্রিয় সংবাদ

© All rights reserved © 2022 Sumoyersonlap.com

Design & Development BY Hostitbd.Com

কপি করা নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ।