মোহাম্মদঃ আতিক উল্লাহ চৌধুরী, চট্টগ্রাম প্রতিনিধি :
আমরা গুনাহগার মানুষ। বর্তমান জামানার গোনাহের পরিবেশে নিজেদের পাপ থেকে নিরাপদ রাখা খুবই কঠিন। আমরা যদি নিজেদের হেফাজত করতে চাই, আল্লাহকে পেতে চাই, দীনদার হতে চাই তাহলে আল্লাহওয়ালাদের সান্নিধ্যে যেতে হবে। দীনি পরিবেশে সময় দিলে দিল পরিবর্তন হবে।
আজ বুধবার ( ৩০ অক্টোবর) কল্যাণমুখী সমাজ বিনির্মাণে নিবেদিত দেশের ঐতিহ্যবাহী দীন-দরদী সংগঠন আল-আমিন সংস্থার উদ্যোগে হাটহাজারী পার্বতী উচ্চ বিদ্যালয় ময়দানে অনুষ্ঠিত ঐতিহাসিক ৩ দিনব্যাপী তাফসীরুল কুরআন মাহফিল প্রথম দিবসে প্রধান অতিথির বক্তব্যে হাটহাজারী মাদরাসার মহাপরিচালক আল্লামা মুফতী খলীল আহমদ কাসেমী এসব কথা বলেন।
মাওলানা মাহমুদুল হাসানের সঞ্চালনায় মাওলানা হাফেজ রিজওয়ান আরমানের কুরআন তেলাওয়াতের মাধ্যমে দুপুর ২টা থেকে প্রথম দিবসের কার্যক্রম শুরু হয়। মাহফিলে ধারাবাহিক সভাপতিত্ব করেন, মাওলানা ওসমান ফয়েজী, মুফতী হাবিবুর রহমান কাসেমী, মাওলানা শফী, মাওলানা হাবিবুল হক বিন খালেদ ও মাওলানা ওসমান সিকদার।
মাহফিলে আরও তাফসীর পেশ করেন, আল্লামা সালাহউদ্দীন নানুপুরী, আল্লামা আবু তাহের নদভী, ড. মাওলানা নুরুল আবছার আজহারী, মাওলানা আব্দুল বাসেত খান সিরাজী, মাওলানা আব্দুল বাতেন, মাওলানা রেজাউল করীম আবরার, মাওলানা আবু আহমদ, মাওলানা মুহাম্মাদ, মাওলানা আনওয়ার শাহ আজহারী, মাওলানা শোয়াইব বিন ইয়াহিয়া, মুফতী রাশেদ, মাওলানা ইউসুফ বিন ইকবাল, মাওলানা আব্দুচ্ছমি প্রমুখ।